চলতি মাসেই বদলে গেল KYC সংক্রান্ত নিয়ম ! আপনাকেও আপডেট করাতে হবে কেওয়াইসি? জেনে নিন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
KYC Rules: কেওয়াইসি না করা থাকলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
advertisement
1/7

বিনিয়োগ কিংবা সঞ্চয় করাটা কতটা জরুরি, সে কথা তো সকলের জানা! আর তার জন্য প্রায় সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। কারণ যে কোনও বয়স থেকে শুরু করা যেতে পারে বিনিয়োগ। আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা তা সচল রাখার জন্য কেওয়াইসি করা অত্যন্ত জরুরি। আসলে কেওয়াইসি না করা থাকলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনকী আটকে যেতে পারে ব্যাঙ্কের লেনদেনও। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এই কেওয়াইসি সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল। আর চলতি মাস অর্থাৎ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম।
advertisement
2/7
কেওয়াইসি-র পুরো কথাটি হল - নো ইওর কাস্টমার বা Know Your Customer। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কের কাছে গ্রাহকের সব রকম ব্যক্তিগত তথ্য জমা থাকে। এর মাধ্যমে গ্রাহকদের ভেরিফিকেশন করে ব্যাঙ্ক। কেওয়াইসি করা থাকলে আর্থিক জালিয়াতিও কম হয়। আর গত ৬ নভেম্বর আরবিআই এই কেওয়াইসি-র নিয়মেই বড়সড় পরিবর্তন এনেছে। আরবিআই জানিয়েছে যে, এবার থেকে রিস্ক বা ঝুঁকি ভিত্তিক অ্য়াপ্রোচে কাজ হবে। অর্থাৎ যে অ্যাকাউন্টে যত বেশি ঝুঁকি, সেই অ্যাকাউন্টের ঝুঁকির নিরিখেই কেওয়াইসি আপডেট করতে হবে।
advertisement
3/7
হাই-রিস্ক কাস্টমার:যেসব গ্রাহক উচ্চ ঝুঁকির আওতায় রয়েছেন, তাঁদেরকে প্রতি ২ বছর অন্তর নিজেদের কেওয়াইসি আপডেট করাতে হবে।
advertisement
4/7
মিডিয়াম রিস্ক কাস্টমার:যেসব গ্রাহক মাঝামাঝি বা মিডিয়াম ঝুঁকির আওতায় রয়েছেন, তাঁদেরকে প্রতি ৮ বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে।
advertisement
5/7
লো রিস্ক কাস্টমার:যেসব গ্রাহকের ঝুঁকি অত্যন্ত কম, তাঁদের প্রতি ১০ বছর অন্তর নিজেদের কেওয়াইসি আপডেট করাতে হবে।
advertisement
6/7
এখানেই শেষ নয়, সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতেও যাবতীয় কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। আসলে গ্রাহকদেরকে বারবার কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেওয়ার বদলে এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সাইট থেকেই তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
7/7
কোন কোন পরিস্থিতিতে গ্রাহকদের নিজেদের কেওয়াইসি আপডেট করাতে হবে?১. যদি গ্রাহকের দেওয়া কোনও তথ্য অসম্পূর্ণ থাকে কিংবা তথ্যে কোনও ভুল থাকে, সেক্ষেত্রে কেওয়াইসি আপডেট করানো জরুরি।২. ডাউনলোড করা নথিপত্রের মেয়াদ যদি পেরিয়ে যায়, তাহলেও কেওয়াইসি আপডেট করা অত্যন্ত প্রয়োজনীয়।৩. যদি কোনও কারণে অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে, তাহলেও কেওয়াইসি আপডেট করাতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চলতি মাসেই বদলে গেল KYC সংক্রান্ত নিয়ম ! আপনাকেও আপডেট করাতে হবে কেওয়াইসি? জেনে নিন