TRENDING:

রতন টাটার উইলে চমক! জামশেদপুরের এক ব্যক্তিকে ৫০০ কোটি টাকার সম্পত্তি উপহার, কে তিনি?

Last Updated:
Who is Mohini Mohan Dutta : সম্প্রতি রতন টাটার উইল সামনে এসেছে। দেখা যাচ্ছে, তিনি বেশিরভাগ সম্পত্তিই চ্যারিটিতে দান করেছেন। কিন্তু এক তৃতীয়াংশ (৫০০ কোটি টাকারও বেশি) লিখে দিয়েছেন মোহিনী মোহন দত্তর নামে।
advertisement
1/6
রতন টাটার উইলে চমক! জামশেদপুরের এক ব্যক্তিকে ৫০০ কোটি টাকার সম্পত্তি উপহার, কে তিনি?
চমকে গিয়েছে গোটা টাটা পরিবার। রতন টাটার ঘনিষ্ঠরাও বিস্মিত। কে এই মোহিনী মোহন দত্ত? উইলে যাঁকে ৫০০ কোটি টাকারও বেশি সম্পত্তি দিয়ে গিয়েছেন রতন টাটা। আগে কোনওদিন মোহিনী মোহন দত্তর নাম সেভাবে সামনে আসেনি। রতন টাটার সঙ্গে তাঁর কী সম্পর্ক তাও অজানা। হঠাত তাঁকে ৫০০ কোটি টাকার সম্পত্তি লিখে দেওয়ায় শুধু টাটা পরিবার নয়, গোটা দেশ অবাক।
advertisement
2/6
সম্প্রতি রতন টাটার উইল সামনে এসেছে। দেখা যাচ্ছে, তিনি বেশিরভাগ সম্পত্তিই চ্যারিটিতে দান করেছেন। কিন্তু এক তৃতীয়াংশ (৫০০ কোটি টাকারও বেশি) লিখে দিয়েছেন মোহিনী মোহন দত্তর নামে। তবে উইলে সৎ ভাই নোয়েল টাটাকে কিছুই দেননি। ফলে এই নিয়ে বিস্তর জল্পনাকল্পনা চলছে।
advertisement
3/6
কে এই মোহিনী মোহন দত্ত: মোহিনী মোহন দত্ত জামশেদপুরের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। ‘Stallion’ নামের একটি ট্রাভেল এজেন্সি চালাত দত্ত পরিবার। ‘Stallion’-এর ৮০ শতাংশ মালিকানা ছিল তাদেরই। তাজ হোটেল-এ মোহিনী মোহন দত্তর কর্মজীবন শুরু হয়। পরে টাটা ইন্ডাস্ট্রিজ তাঁর উদ্যোগেই ‘স্ট্যালিয়ন ট্রাভেল এজেন্সি’-তে বিনিয়োগ করে। এই সংস্থা পরে তাজ ট্রাভেল ডিভিশনের সঙ্গে মিশে যায়। এরপর টাটা ক্যাপিটাল ব্যবসা অধিগ্রহণ করে এবং পরে থমাস কুক (ইন্ডিয়া)-কে বিক্রি করে দেয়। বর্তমানে মোহিনী মোহন দত্ত এই সংস্থারই পরিচালক। তাঁর এক মেয়ে ২০১৫ সাল পর্যন্ত Taj Hotels-এ কর্মরত ছিলেন। পরে Tata Trusts-এর সঙ্গে যুক্ত হন।
advertisement
4/6
অক্টোবরে রতন টাটার শেষকৃত্যের সময় মোহিনী মোহন দত্তকে দেখা গিয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন, রতন টাটার বয়স যখন ২৪ বছর, জামশেদপুরের ‘ডিলার্স হোস্টেল’-এ তাঁদের প্রথম আলাপ হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে রতন টাটার জন্মদিনের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন তিনি। রতন টাটার সঙ্গে তাঁর ৬০ বছরের সম্পর্ক।
advertisement
5/6
রতন টাটার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মোহিনী মোহনের। নিজেই স্বীকার করেছেন সে কথা। মোহিনী মোহন বলেছেন, “তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। জীবন গড়ে দিয়েছেন।” রতন টাটা যে তাঁকে মোটা অঙ্কের টাকা দিয়ে যাবেন, এটা তিনি জানতেন বলেও দাবি করেছেন মোহিনী মোহন। তাঁর দাবি প্রকৃত সম্পত্তির পরিমাণ ৬৫০ কোটি টাকা হতে পারে।
advertisement
6/6
ইতিমধ্যেই টাটার সম্পত্তি গ্রহণে সম্মতি জানিয়েছেন মোহিনী মোহন। তবে খুব সহজে এই বিপুল পরিমাণ সম্পত্তি তিনি হাতে পাবেন না বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, মামলা হওয়ার সম্ভাবনা প্রবল। যাইহোক, টাটা গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ার পেয়েছেনও তিনি। যার মধ্যে টাটা ক্যাপিটালও রয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
রতন টাটার উইলে চমক! জামশেদপুরের এক ব্যক্তিকে ৫০০ কোটি টাকার সম্পত্তি উপহার, কে তিনি?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল