TRENDING:

Ratan Tata will: উইল অনুযায়ী শেষ ইচ্ছে পূরণ করবেন কারা? চারজনকে গুরুদায়িত্ব দিয়েছেন রতন টাটা

Last Updated:
গত ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা৷
advertisement
1/8
উইল অনুযায়ী শেষ ইচ্ছে পূরণ করবেন কারা? চারজনকে গুরুদায়িত্ব দিয়েছেন রতন টাটা
তাঁর বিপুল সম্পত্তির কী হবে, মৃত্যুর আগে নিজের করে যাওয়া উইল-এই তা ঠিক করে দিয়ে গিয়েছেন রতন টাটা৷ কিন্তু সেই উইল কার্যকর করার গুরুদায়িত্ব তিনি খুব কাছের কয়েকজনকেই দিয়ে গিয়েছেন৷
advertisement
2/8
দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আইনজীবী ডারিয়াস খামবাটা, ঘনিষ্ঠ বন্ধ মেহলি মিস্ত্রি এবং দুই সৎ বোন শিরিন এবং ডিয়ানা জিজিভয়কে নিজের উইল অনুযায়ী সম্পত্তির ভাগ বণ্টন করার দায়িত্ব দিয়ে গিয়েছেন রতন টাটা৷
advertisement
3/8
গত ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা৷ তাঁর জায়গায় টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা৷
advertisement
4/8
টাটা সন্স-এ ০.৮৩ শতাংশ অংশীদারিত্ব ছিল রতন টাটার৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭৯০০ কোটি৷ ২০২৪ সালের অগাস্ট মাসে প্রকাশিত হারুন ইন্ডিয়া রিচ লিস্ট-এর তালিকায় এমনই দাবি করা হয়েছিল৷
advertisement
5/8
যদিও রতন টাটা তাঁর উইল-এ কী লিখেছেন, অথবা সম্পত্তি কীভাবে ভাগ করেছেন, তার কোনও তথ্যই এখনও জানা যায়নি৷
advertisement
6/8
তবে রতন টাটা আজীবন নিজের সম্পত্তি এবং আয়ের একটা বড় অংশই সমাজকল্যাণ এবং আর্থিক ভাবে দুর্বলদের পাশে দাঁড়ানোর জন্য দান করেছেন৷
advertisement
7/8
যে দুই সৎ বোনকে রতন টাটা নিজের উইল কার্যকর করার দায়িত্ব দিয়ে গিয়েছেন, তাঁরাও বরাবর সমাজ কল্যাণের সঙ্গে জড়িত থেকেছেন৷
advertisement
8/8
টাটা গোষ্ঠীর প্রাক্তন এক কর্তার দাবি অনুযায়ী, শিরিন এবং ডিয়ানা নামে দুই সৎ বোনই বরাবর রতন টাটার খুবই আস্থাভাজন ছিলেন৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ratan Tata will: উইল অনুযায়ী শেষ ইচ্ছে পূরণ করবেন কারা? চারজনকে গুরুদায়িত্ব দিয়েছেন রতন টাটা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল