TRENDING:

Ratan Tata Successor: কে হবেন রতন টাটার উত্তরাধিকারী...? নোয়েল টাটা না অন্য কেউ? চমকে দেবে সম্ভাব্য সেই 'নাম'!

Last Updated:
Ratan Tata Successors: এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে টাটা গ্রুপ রতন টাটার মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছে। তবে তাঁর মৃত্যুর পরে এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা।
advertisement
1/11
কে হবেন রতন টাটার উত্তরাধিকারী..? চমকে দেবে সম্ভাব্য সেই 'নাম'!
উৎসবের আবহে বুধবার রাতেই এসে গিয়েছিল সেই খবরটা। যা শোনার পর শোকস্তব্ধ ভারতবাসী। গত ৯ অক্টোবর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা।
advertisement
2/11
চলতি সপ্তাহের গোড়ার দিকে বয়সজনিত রুটিন চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু বুধবার তাঁকে ইনটেনসিভ কেয়ারে স্থানান্তরিত করতে হয়েছিল।
advertisement
3/11
এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে টাটা গ্রুপ রতন টাটার মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছে। তবে তাঁর মৃত্যুর পরে এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা।
advertisement
4/11
এক্ষেত্রে যাঁর নামটা উঠে আসছে, তিনি হলেন নোয়েল নভল টাটা।  কে এই নোয়েল টাটা? রতন টাটার সঙ্গে কী সম্পর্ক! কেন 'তিনিই' কোটি কোটির সম্পত্তির সম্ভাব্য উত্তরসূরি!
advertisement
5/11
তিনিই আবার সম্পর্কে রতন টাটার সৎ ভাই। টাটা সন্স-এর ওয়েবসাইট থেকে নোয়েল টাটার বিষয়ে কী কী জানা যায়, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
6/11
প্রায় চল্লিশ বছর ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন নোয়েল এন. টাটা। সম্প্রতি একাধিক টাটা গ্রুপ কোম্পানিজের বোর্ডে রয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল - ট্রেন্ট-এর চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস অ্যান্ড টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং টাটা স্টিল ও টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
advertisement
7/11
বোর্ড অফ স্যার রতন টাটা এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের ট্রাস্টি পদে রয়েছেন তিনি। ২০১০ সালের অগাস্ট মাস এবং ২০২১ সালের নভেম্বর মাসের মধ্যবর্তী সময়কালে টাটা গ্রুপের ট্রেডিং এবং ডিস্ট্রিবিউশন শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেই ছিল নোয়েল টাটার শেষ একজিকিউটিভ অ্যাসাইনমেন্ট। তাঁর তত্ত্বাবধানে সংস্থা প্রচুর অগ্রগতির সাক্ষী থেকেছে।
advertisement
8/11
৫০০ মিলিয়ন মার্কিন ডলারের টার্নওভার চলে গিয়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলারের উর্ধ্বে। টাটা ইন্টারন্যাশনালের পাশাপাশি ট্রেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন নোয়েল টাটা। বলা ভাল, সমস্ত ক্ষেত্রে ট্রেন্টের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৯৮ সালে একটি স্টোর থেকে শুরু হয়েছিল যাত্রা। আর আজ রয়েছে ৭০০টিরও বেশি স্টোর।
advertisement
9/11
সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন নোয়েল টাটা। আর আইএনএসইএডি থেকে তিনি ইন্টারন্যাশনাল একজিকিউটিভ প্রোগ্রাম (আইইপি) সম্পন্ন করেছেন তিনি। নভল এইচ টাটা এবং সিমোন এন টাটার পুত্র হলেন নোয়েল টাটা।
advertisement
10/11
নোয়েলের তিন সন্তান ৫টি টাটা ট্রাস্টস বোর্ড সিট পাবেন:চলতি বছরের গোড়ার দিকে নিজেদের ৫টি জনহিতৈষী সংস্থার বোর্ডে নোয়েল টাটার তিন সন্তানকে নিয়োগ করেছে টাটা গ্রুপ। লিয়া, মায়া এবং নেভিলি-কে পাঁচটি ট্রাস্টের ট্রাস্টি বানানো হয়েছে। টাটা ট্রাস্টসের মূল শাখার মধ্যে রয়েছে স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট।
advertisement
11/11
টাটা সন্সে স্টেক রয়েছে এই ট্রাস্টগুলি। টাটা ট্রাস্টসের তৎকালীন চেয়ারম্যান রতন টাটার থেকে অনুমোদন এসেছিল। ফলে গত ৬ মে নাগাদ তাঁদের নতুন দায়িত্ব শুরু হয়েছিল। একাধিক টাটা অপারেটিং কোম্পানিতে ম্যানেজারিয়াল পদ রয়েছে লিয়া, মায়া এবং নেভিলির।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ratan Tata Successor: কে হবেন রতন টাটার উত্তরাধিকারী...? নোয়েল টাটা না অন্য কেউ? চমকে দেবে সম্ভাব্য সেই 'নাম'!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল