Rakesh Jhunjhunwala Portfolio Stock: শুধুই দু'হাতে টাকা! রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর এই স্টকে বিনিয়োগ করলেই মালামাল!
- Published by:Arjun Neogi
Last Updated:
Rakesh Jhuljhunwala Portfolio Stock|Latest Share Market News|Stock Market News|Bombay Stock Exchange|Business: দুর্দান্ত রিটার্নে বিরাট অঙ্কের টাকা? ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্স 'বাই অন ডিপস' (Buy On Dips) নীতির মাধ্যমে ক্রয় করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6

#নয়াদিল্লি: শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সেই স্টক সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পোর্টফোলিও ফলো করে সেই স্টকে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) পোর্টফোলিওর এই স্টকে বিনিয়োগ করলে পাওয়া যেতে পারে ভালো রিটার্ন। প্রতীকী ছবি ৷
advertisement
2/6
বর্তমানে রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে রয়েছে এই স্টক। এই স্টকটি হল ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্স (Indiabulls Housing Finance)। রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর এই স্টক ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্স 'বাই অন ডিপস' (Buy On Dips) নীতির মাধ্যমে ক্রয় করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের শেয়ার আগের মাসে প্রায় ২০৩ টাকা নিচে নামার পর, বিগত শুক্রবার প্রায় ২৫৫ টাকায় পৌঁছে একটি ফ্রেশ ব্রেকআউট দিয়েছে। ২৫৫ টাকায় এই শেয়ার পৌঁছানোর পরে এর প্রফিট বুকিং দেখা দেওয়ার পর এই স্টক ২৪৪.৫০ টাকায় বন্ধ হয়েছে। স্টক মার্কেটের বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী শেয়ার বাজার আরও নিচে নেমে গেলে, এই স্টকও আরও নিচে নেমে যেতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর এই স্টক ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্স 'বাই অন ডিপস' নীতির মাধ্যমে ক্রয় করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যখন শেয়ার বাজার ওপরে ওঠা শুরু করবে, তখন এই স্টক তেজ গতিতে ওপরের দিকে ওঠা শুরু করবে। এর ফলে কম সময়ের মধ্যেই এই স্টক কম করে ৩০০ টাকায় পৌঁছে যেতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
চয়েস ব্রোকিংয়ের সুমিত বগারিয়ার মতামত চয়েস ব্রোকিংয়ের একজিকিউটিভ ডিরেক্টর সুমিত বগারিয়া বিনিয়োগকারীদের 'বাই অন ডিপস' নীতির মাধ্যমে ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের শেয়ার ক্রয় করার পরামর্শ দিয়েছেন। 'বাই অন ডিপস' নীতির উদ্দেশ্য হল যখন যেই স্টক নিচে নেমে যায়, তখন সেই স্টক ক্রয় করা। কিছু দিন আগে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের অনিশ্চয়তার জন্য এই স্টক নিচে নেমে গিয়েছে। কিন্তু সুমিত বগারিয়া মনে করেন যে ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের শেয়ার প্রায় ২৭৫ টাকা থেকে ৩০০ টাকায় পৌছাতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
শেয়ারইন্ডিয়ার রবি সিংয়ের মতামত সুমিত বগারিয়ার মতোই শেয়ারইন্ডিয়ার (ShareIndia) ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড অফ রিসার্চ রবি সিং ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের শেয়ার ক্রয় করার পরামর্শ দিয়েছেন। রবি সিং জানিয়েছেন যে, বর্তমানে ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের শেয়ার প্রায় ২৪৫-২৫০ টাকার মধ্যে ট্রেড করছে। আগের মাসে এই স্টক ২০৩ টাকার লেবেল স্পর্শ করেছিল। রবি সিং মনে করেন ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্সের শেয়ার ৩০০ টাকায় পৌঁছতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rakesh Jhunjhunwala Portfolio Stock: শুধুই দু'হাতে টাকা! রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর এই স্টকে বিনিয়োগ করলেই মালামাল!