'আমার বার্থ কোথায়...?' রাজধানী এক্সপ্রেসের B8 কোচে সিট খুঁজছিলেন RAC-র যাত্রী, যা করলেন 'টিটিই', নিমেষে ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rajdhani Express News: তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে সম্প্রতি এক যাত্রীর অভিজ্ঞতা শুনলে অবাক হতে হয়। যা জানলে আপনিও আঁতকে উঠবেন। নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দেওয়া এই ঘটনার ভিডিও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে কিছুদিন আগে। ঠিক কী ঘটেছিল ওই যাত্রীর সঙ্গে?
advertisement
1/11

রাজধানী এক্সপ্রেস ভারতের অন্যতম জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে একটি। এই ট্রেনে সফরের মজাই আলাদা। অনেকেই মুখিয়ে থাকেন এই বিশেষ ট্রেনটিতে যাত্রা করার জন্য। কিন্তু এই দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া তো মুখের কথা নয়। তাই ইচ্ছে থাকলেও সহজে ভাগ্যের শিঁকে ছেড়ে না অনেকেরই।
advertisement
2/11
এহেন রাজধানী এক্সপ্রেসের আবার বিশেষ আকর্ষণ এখন 'তেজস রাজধানী এক্সপ্রেস'। সেই ট্রেনের টিকিট পেয়ে যাওয়া কার্যত হাতে চাঁদ পাওয়ার সামিল। দারুণ আরামের এই ট্রেনের অভিজ্ঞতার লোভে কম কাঠখড় পোড়াতে হয় না যাত্রীকে। আর পেয়ে গেলে আর কী চাই! ট্রেন ভ্রমণ যে কী মজাদার হতে পারে তা বলাই বাহুল্য। News18 File Image
advertisement
3/11
অথচ এমনই এক তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে সম্প্রতি এক যাত্রীর অভিজ্ঞতা শুনলে অবাক হতে হয়। যা জানলে আপনিও আঁতকে উঠবেন। নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দেওয়া এই ঘটনার ভিডিও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে কিছুদিন আগে। ঠিক কী ঘটেছিল ওই যাত্রীর সঙ্গে? News18 Image
advertisement
4/11
এই যাত্রীও মহা উৎসাহে উঠে বসেছিলেন ট্রেনে। কিন্তু তারপরের কয়েক ঘণ্টায় তাঁর সঙ্গে যা ঘটল তা এককথায় অবিশ্বাস্য। জানা গিয়েছে, সেদিন ওই যাত্রী ১২৩০৯ রাজেন্দ্র নগর টার্মিনাল থেকে নয়াদিল্লি-তেজস রাজধানী এক্সপ্রেসে ওঠেন। ট্রেন নম্বর ১২৩০৯-এর B8 কোচের RAC বার্থ নম্বর ৪৭-এ যাত্রা করছিলেন তিনি। News18 Image
advertisement
5/11
RAC সিটটি তাঁর জন্যে কনফার্মই ছিল। কিন্তু এখানেই ঘটল অদ্ভুত এক ঘটনা। টিটিই এসে কিছু না জানিয়েই ওই বৈধ যাত্রীকে তাঁর সিট দেওয়ার পরিবর্তে, নিয়ম লঙ্ঘন করে তাঁরই জন্য নির্ধারিত বার্থটি বেমালুম দিয়ে দিলেন অন্য এক যাত্রীকে। News 18 Image
advertisement
6/11
আর তার ফলে রাজেন্দ্র নগর টার্মিনাল থেকে নয়াদিল্লি যাওয়ার পথে আরামদায়ক যাত্রার পরিবর্তে এক অমানুষিক মানসিক ও শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয় ওই বৈধ যাত্রীকে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাধ্য হয়ে বিষয়টি রেলের কর্তৃপক্ষের নজরে আনেন ওই যাত্রী।
advertisement
7/11
ক্ষুব্ধ-বিরক্ত যাত্রীটি রেলের সিনিয়র কমার্শিয়াল ডিভিশনাল ম্যানেজার অভিনব সিদ্ধার্থের কাছে গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। তিনি জানান যে, যে বার্থটি আদতে তাঁকে দেওয়ার কথা ছিল, তা অন্য কোনও যাত্রীকে দেওয়া হয়েছে। News18 Image
advertisement
8/11
এমন অভিযোগ পাওয়ার পর, ঊর্ধ্বতন কর্মকর্তা অভিনব সিদ্ধার্থ এসিএম-কে এই বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। এরপরেই রেলের তরফে নেওয়া হয় বড় পদক্ষেপ। তদন্ত রিপোর্টের ভিত্তিতে, রাজেন্দ্র নগরের ওই অভিযুক্ত টিটিই অমর কুমারকে শেষমেশ বরখাস্ত করার আদেশ জারি করেছে রেল। News18 Image
advertisement
9/11
বলা হচ্ছে যে অভিযোগ পাওয়ার পর, সিনিয়র ডিসিএম-এর নির্দেশে, এসিএম- নিজেই ওই বৈধ যাত্রীর সঙ্গে কথা বলেন এবং বিষয়টি তদন্ত করে দেখেন। এই প্রসঙ্গে, দানাপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভিনব সিদ্ধার্থ বলেন যে রেল যাত্রীর অভিযোগের ভিত্তিতে, তেজস রাজধানীর এই বিষয়টি তদন্ত করা হয়। যাত্রীর অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় সেই রিপোর্টের ভিত্তিতে টিটিইর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। News18 Image
advertisement
10/11
এভাবে একজন যাত্রীর নিশ্চিত বার্থ অন্য যাত্রীর কাছে বিক্রি করার ঘটনায় রেল বড় পদক্ষেপ করে বুঝিয়ে দিয়েছে এই ধরণের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আর সেই কারণেই অভিযোগ পাওয়া মাত্র দানাপুর রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম অভিনব সিদ্ধার্থ দ্রুত ব্যবস্থা নেন এবং টিটিই অমর কুমারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। News18 File Image
advertisement
11/11
পটনা নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ৮ নম্বর কোচের ৪৭ নম্বর বার্থ থেকে ওঠা এই অভিযোগ অনেক যাত্রীর চোখ খুলে দিয়েছে। নেটিজেনদের মধ্যেও এই ঘটনা চরম শোরগোল ফেলে দিয়েছে। যাত্রীর অভিযোগ ছিল, টাকার বিনিময়ে টিটিই তাঁর আরএসি কনফার্মড বার্থ অন্য যাত্রীকে দিয়ে দিয়েছিলেন যা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি তদন্ত করে দেখছে রেল। তবে ওই অভিযুক্ত টিটিই-র বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ অনেক অসাধু টিটিই-র দৌরাত্য নিয়ন্ত্রণ করবে বলেই আশা করা যায়। News18 File Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
'আমার বার্থ কোথায়...?' রাজধানী এক্সপ্রেসের B8 কোচে সিট খুঁজছিলেন RAC-র যাত্রী, যা করলেন 'টিটিই', নিমেষে ছুটল ঘাম!