TRENDING:

ফিশফ্রাই থাকছে কী...? বাঙালি 'পদ' মেনুতে! ২৫ তম জন্মদিনে আজ ছুটবে শিয়ালদহ রাজধানী, ট্রেনে পা দিলেই কী পাবেন যাত্রীরা? চমকে যাবেন শুনলেই!

Last Updated:
Rajdhani Express: বাঙালি খাবার মেনুতে! ২৫ তম জন্মদিনে দৌড়বে শিয়ালদহ রাজধানী, যাত্রীদের 'পাতে' আজ কী থাকছে স্পেশাল? ট্রেনে উঠলেই কী পাবেন হাতে?
advertisement
1/8
ফিশফ্রাই থাকছে কী...? বাঙালি 'পদ' মেনুতে! ২৫ তম জন্মদিনে আজ ছুটবে শিয়ালদহ রাজধানী!
আজ ১ জুলাই। শিয়ালদহ স্টেশনে ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে এইদিন শিয়ালদহ থেকে যাত্রা শুরু করেছিল শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস। আজ ১ জুলাই ২৫ বছর আগের সেই দিনটি ধুমধাম করে পালন করতে চলেছে রেল। কী থাকছে আজকের স্পেশাল মেনুতে?
advertisement
2/8
শিয়ালদহ রাজধানীর জন্মদিনে চেষ্টা হচ্ছিল ফিস ফ্রাই দেওয়ার। তবে শেষ অবধি সেই ফিস ফ্রাই দেওয়া যাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত করতে পারল না রেল। তবে বাঙালির রসগোল্লা আর পালং পরোটা থাকছে। পনির ডালনা ও আলুর পটলও যেমন থাকছে। তেমনি বাঙালিয়ানা মনে করাতে বাসন্তি পোলাও ও নারকেল দিয়ে ছোলার ডাল থাকছেই।
advertisement
3/8
২৫ বছর আগের 'সেই' ১ জুলাই শিয়ালদহ থেকে যে রাজধানী এক্সপ্রেস ছেড়েছিল সেই ট্রেনের গার্ড ও চালকও উপস্থিত থাকবেন। ট্রেনের প্রতিটি দরজার সামনে বিছানো থাকবে কার্পেট। যাত্রীরা তার উপর দিয়ে হেঁটে ট্রেনে উঠবেন।
advertisement
4/8
ট্রেনে ওঠার আগে যাত্রীদের হাতে হাতে দেওয়া হবে ফুল। এরপর ট্রেনের ভিতরে তাঁদের হাতে তুলে দেওয়া হবে একটি 'মেমেন্টো'। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহ্য তৈরি করে দিয়ে যান, সেই ঐতিহ্য এখন বহন করে চলেছে রেলমন্ত্রক।
advertisement
5/8
শিয়ালদহ স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস পথচলা শুরু করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। এই ট্রেন এবার পা দিতে চলেছে ২৫ বছরে। ১৯৯৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পথচলা শুরু করেছিল এই ট্রেনটি।
advertisement
6/8
দিল্লির সঙ্গে পূর্ব ভারতের যোগাযোগকে মসৃণ এবং আরামদায়ক করে তোলার ক্ষেত্রে এই ট্রেনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ট্রেন চালনার জন্য ওই দিনের জন্য আনা হবে একটি বিশেষ ইঞ্জিন, যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করবে।
advertisement
7/8
তবে এমন ঐতিহাসিক এক ট্রেন সার্ভিসের পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। অভিযোগ, বর্তমান রেলমন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু হওয়া ঐতিহ্যকে ধরে রাখতে পারছে না।
advertisement
8/8
যাত্রী পরিষেবায় নানাবিধ ঘাটতি দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঐতিহাসিক মুহূর্তে একদিকে যেমন ট্রেনপ্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, তেমনই অন্যদিকে রেল মন্ত্রকের প্রতি দায়িত্ব পালনের বিষয়ে সচেতন নজর রাখছেন যাত্রীরা। ২৫ বছরের এক গর্বিত যাত্রার মাইলফলক ছুঁয়ে এবার নতুন দিশা দেখাক শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস—এই আশাই করছেন যাত্রীরা ও রেলপ্রেমীরা। Representative Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফিশফ্রাই থাকছে কী...? বাঙালি 'পদ' মেনুতে! ২৫ তম জন্মদিনে আজ ছুটবে শিয়ালদহ রাজধানী, ট্রেনে পা দিলেই কী পাবেন যাত্রীরা? চমকে যাবেন শুনলেই!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল