TRENDING:

স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে এসি ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল! আপনি কীভাবে সুবিধা পাবেন?

Last Updated:
Railway Upgradation Scheme: যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাঁদের জন্য ভারতীয় রেলের (Indian Railways) এই অটোআপগ্রেডেশন স্কিম এক কথায় অনবদ্য।
advertisement
1/7
স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে এসি ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল!
প্রাথমিক ভাবে অবিশ্বাস্যই মনে হবে। মনে হবে কেন রেল লোকসান টানতে চাইছে! আদতে যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাঁদের জন্য ভারতীয় রেলের (Indian Railways) এই অটোআপগ্রেডেশন স্কিম এক কথায় অনবদ্য। এর অর্থ এতে যাত্রীরা বিনা মূল্যে টিকিট নিচ্ছেন এক শ্রেণির উপরের জন্য। অর্থাৎ যদি কোনও যাত্রী স্লিপার ক্লাসে টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে বিনামূল্যে ৩এসিতে আপগ্রেড করা হয়। যদি কেউ ৩এসির টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে ২এসি-তে আপগ্রেড করা হতে পারে এবং যদি কেউ ২এসির টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে ১এসিতে আপগ্রেড করা হতে পারে। Representative Image
advertisement
2/7
কারণ মূলত স্লিপার ক্লাসের টিকিট নিয়ে লড়াই, অন্য দিকে এসি ক্লাসে খালি সিটের ছড়াছড়ি। ৩এসিতে বার্থের প্রচুর চাহিদা থাকলেও ২এসিতে এবং ১এসিতে তেমন চাহিদা নেই। এর পরই ভারতীয় রেল এই অটো আপগ্রেডেশন স্কিমের চিন্তা-ভাবনা শুরু করে। Representative Image
advertisement
3/7
এটি কীভাবে কাজ করবে?- ধরা যাক, রমেশ নামের এক ব্যক্তি দিল্লি থেকে বরৌনি যাবেন। তিনি ৩এসিতে-তে বার্থ বুক করেছিলেন। কিন্তু টিকিট কনফার্মড হয়নি। এমনকী, চার্ট তৈরির সময় পর্যন্ত তাঁর সিট রিজার্ভ হয়নি। কিন্তু চার্ট তৈরি হলে দেখা গেল তাঁর সিট কনফার্মড হয়েছে। এর কারণ সেই ট্রেনের ফার্স্ট এসির তিনটি বার্থ এবং ২ এসির পাঁচটি বার্থ খালি ছিল। এই বার্থগুলিতে ৩ এসিতে অপেক্ষারত তালিকাভুক্ত যাত্রীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হল। Representative Image
advertisement
4/7
তবে হ্যাঁ, এই সুবিধে পেতে হলে টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের আপগ্রেডেশনের অপশন দিতে হবে। রিকুইজিশন ফর্মটি পূরণ করার সময় যদি কোনও অপশন না দেওয়া হয়, তাহলেও যাত্রীরা অপশনের সম্মতি দিয়েছেন ধরে নেওয়া হয় এবং যাত্রীদের আপগ্রেডেশনের জন্য নির্বাচন করা হয়। যাত্রীদের আপগ্রেডেশনে শুধুমাত্র একটি ক্লাস বাড়ানো হয়। যেমন- স্লিপার থেকে ৩এসি, ৩এসি থেকে ২এসি এবং ২এসি থেকে ১এসি। Representative Image
advertisement
5/7
আপগ্রেডেশনের পরে কি PNR পরিবর্তন হয়?- আপগ্রেড করা যাত্রীদের আসল পিএনআর নম্বর কিন্তু অপরিবর্তিতই থাকে। আসল পিএনআরের সঙ্গে যাত্রীদের সমস্ত তথ্য দেওয়া হয়। যদি কোনও যাত্রী, যিনি আপগ্রেড করেছেন তাঁর টিকিট বাতিল করেন, তবেই শুধুমাত্র বাতিলের চার্জ ধরা হয়। Representative Image
advertisement
6/7
আপগ্রেডেশন কি সব ট্রেনেই হয়?- ভারতীয় রেলের আপগ্রেডেশন স্কিম যে সমস্ত ট্রেনে শুধুমাত্র বসার জায়গা আছে সেখানে উপলব্ধ নেই। যেমন, চেয়ার কার, এসি চেয়ার কার এবং একজিকিউটিভ ক্লাস ইত্যাদি। এছাড়াও যাঁরা ছাড়ে বা পাসে ভ্রমণ করছেন তাঁরা এই স্কিমের অধীনে আপগ্রেডেশনের সুবিধে পাবেন না। Representative Image
advertisement
7/7
কোন শ্রেণীর যাত্রীদের আপগ্রেড করা হবে?- এই স্কিমের অধীনে শুধুমাত্র ওয়েটিং লিস্টে নাম আছে এমন যাত্রীদের নিশ্চিত আসন দেওয়া হবে। অবশিষ্ট খালি বার্থ কাউন্টারে তৎকাল বুকিংয়ের জন্য রেখে দেওয়া হবে। Representative Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে এসি ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল! আপনি কীভাবে সুবিধা পাবেন?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল