Puri Special Train: পুরী-শিয়ালদহের মধ্যে স্পেশাল ট্রেন...! উৎসবের মরশুমে বাম্পার গিফট পূর্ব রেলের! দেখুন সময়সূচি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Puri Special Train: উৎসবের মরশুমে বাংলার পর্যটকদের জন্য বড় উপহার। বাঙালির প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন পুরী। আর পুজোর সময় আবহাওয়াও ভাল। তাই স্কুল ছুটির মরশুমে বহু মানুষ পুরী বেড়াতে যান। আর সেই কারণে পুরীগামী ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা নেই। প্রায় সব ট্রেনেরই সিট বুকিং হয়ে গিয়েছে। এই পরিস্থিতি পুরীর জন্য স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।
advertisement
1/8

উৎসবের মরশুমে বাংলার পর্যটকদের জন্য বড় উপহার। বাঙালির প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন পুরী। আর পুজোর সময় আবহাওয়াও ভাল থাকে। তাই স্কুল ছুটির মরশুমে বহু মানুষ পুরী বেড়াতে যান। আর সেই কারণে পুরীগামী ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা নেই। প্রায় সব ট্রেনেরই সিট বুকিং হয়ে গিয়েছে। এই পরিস্থিতি পুরীর জন্য স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।
advertisement
2/8
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চাহিদার কথা মাথায় রেখে পূর্ব রেল শিয়ালদা এবং পুরীর মধ্যে একটি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
3/8
03101 শিয়ালদহ-পুরী ট্রেনটি ২১ অক্টোবর সপ্তমী থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার ছাড়বে। শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে ৭টা ২০ মিনিটে, পুরী পৌঁছবে ভোর ৪টে ১৫ মিনিটে।
advertisement
4/8
পরের দিন ফিরতি পথে পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে ১৫ মিনিটে। শিয়ালদা এসে পৌঁছবে রাত ২টোয়।
advertisement
5/8
রেলের তরফে জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। টিকিটের বুকিং PRS এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে।
advertisement
6/8
তবে যাত্রীদের থেকে বিশেষ চার্জ আদায় করা হবে এই ট্রেনের জন্য। তৎকাল বুকিং নেওয়া হবে না। এছাড়াও কোনও ছাড় মিলবে না এই ট্রেনের ভাড়ায়।
advertisement
7/8
পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্বরেল দুর্গা পূজা ও দিওয়ালি উপলক্ষে এই বিশেষ ট্রেনটি বাংলার ভ্রমণইচ্ছুক যাত্রীদের জন্য বিশেষ ভাবে ঘোষণা করেছে।"
advertisement
8/8
তিনি জানিয়েছে, "আমরা আশাবাদী যে পূর্ব রেলের এই উদ্যোগটি যাত্রীদের আরও সুখকর ভ্রমণ অভিজ্ঞতা দেবে। পাশাপাশি তীর্থযাত্রীদের জন্যও বিশেষ উপহার হিসেবে কার্যকরী হবে এই ট্রেনটি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Puri Special Train: পুরী-শিয়ালদহের মধ্যে স্পেশাল ট্রেন...! উৎসবের মরশুমে বাম্পার গিফট পূর্ব রেলের! দেখুন সময়সূচি