Punjab National Bank: PNB-তে অ্যাকাউন্ট থাকলেই ২৫ লক্ষ টাকা পেয়ে যাবেন গ্রাহকেরা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
এমন বড় সুযোগ জীবনে বারেবারে আসেনা কোনও ভাবেই
advertisement
1/9

দেশের অনতম বড় সরাকরি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক (Punjab National Bank Tatkal Yojana) গ্রাহকদের জন্য এক দুরন্ত যোজনা নিয়ে এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এই যোজনার মাধ্যমে সাধারণ মানুষ অনেকটাই আর্থিক সুবিধা পাবেন ৷ যদি কোনও গ্রাহক তাঁর স্বাধীন ব্যবসা করতে তাঁর তার কাচে বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের তৎকাল যোজনার (PNB tatkal Yojana) অন্তর্গত গ্রাহকদের ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এই ঋণের মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ সাহায্য করতে হতে পারে ৷ তবে এই টাকা দিয়ে কো সম্পত্তি কিনতে পারবেননা গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
পিএনবির পক্ষ থেকে ট্যুইট করে বিষয়টি জানিয়েছে ৷ পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের তৎকাল যোজনায় (PNB tatkal Yojana) ক্যাশ ক্রেডিট বা টার্ম লোনে রূপে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
এই বিষয়ে বিস্তারিত বিবরণের জন্য ক্লিক করতে হবে https://t.co/CiTb5gymBi#PNBtatkaal pic.twitter.com/fcRT0X5vq1 ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
পলিসির গাইডলাইন অনুযায়ী ধার্য করা হবে সুদ ৷ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাক্তিই ঋণ নিতে পারেন, ফার্ম, কো-অপরেটিভ সোসাইটি, সংস্থা বা ট্রাস্টকে দিতে হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
এই যোজনার অন্তর্গত যে যে গ্রাহকেরা ঋণ নিতে চান তাঁদের জিএসটি নম্বর থাকতে হবে ৷ কমপক্ষে এক বছরের জিএসটি ফাইল করতে হবে ৷ ক্রেডিট বা টার্ম লোনের মতই নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
যদি কেউ ক্যাস ক্রেডিট লিমিট নিয়ে থাকেন এক বছরের অ্যানুয়্যাল রিনেবলের সময় পাওয়া যাবে ৷ সেক্ষেত্রে টার্মলোনের জন্য ৭ বছরের সময় পাওয়া যাবে ৷ যা ৬ মাস পর্যন্ত বৃদ্ধি করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Punjab National Bank: PNB-তে অ্যাকাউন্ট থাকলেই ২৫ লক্ষ টাকা পেয়ে যাবেন গ্রাহকেরা