সেভিংস অ্যাকাউন্টে নিয়ম বদলাল Punjab National Bank, ১ অক্টোবর থেকে লাগু হবে নয়া চার্জ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন পরিষেবা চার্জ চালু করতে চলেছে Punjab National Bank ।
advertisement
1/8

সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন পরিষেবা চার্জ চালু করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ন্যূনতম গড় ব্যালেন্স সহ ডিম্যান্ড ড্রাফট জারি, চেক, লকার ভাড়া সহ বেশ কিছু ক্ষেত্রে বদল হচ্ছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নয়া চার্জ ১ অক্টোবর থেকে লাগু হবে।
advertisement
2/8
ন্যূনতম গড় ব্যালেন্স: ন্যূনতম গড় ব্যালেন্স না রাখলে প্রতি ত্রৈমাসিকে চার্জ কাটবে পিএনবি। গ্রামীণ এলাকায় ৫০০ টাকা, সেমি আরবান এলাকায় ১০০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ২০০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে অ্যাকাউন্টে। ন্যূনতম মাসিক ব্যালেন্সের ক্ষেত্রেও এই পরিমাণ ধার্য করা হয়েছে।
advertisement
3/8
ডিম্যান্ড ড্রাফট: ডিম্যান্ড ড্রাফটের পরিমাণের ০.৪০ শতাংশ, সর্বনিম্ন ৫০ টাকা সর্বোচ্চ ১৫ হাজার টাকা চার্জ নেবে ব্যাঙ্ক। ৫০ হাজার টাকার কম নগদ টেন্ডারের বিপরীতে সাধারণ হারে বা তার বেশি চার্জ করা হবে।
advertisement
4/8
ডুপ্লিকেট ডিডি ইস্যু: ১ অক্টোবর থেকে ডুপ্লিকেট ডিডি ইস্যু করতে ২০০ টাকা চার্জ দিতে হবে। আগে ১৫০ টাকা চার্জ নিত ব্যাঙ্ক। বাতিল করার ক্ষেত্রেও ২০০ টাকা চার্জ দিতে হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
advertisement
5/8
-চেক রিটার্নিং চার্জ: ইনওয়ার্ড রিটার্নিং চার্জ (সেভিং এ/সি): অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে ৩০০ টাকা।-কারেন্ট অ্যাকাউন্ট/ সিসি/ ওডি: এক আর্থিক বছরে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে প্রথম ৩টি চেক রিটার্নের জন্য ৩০০ টাকা। -একটি অর্থবছরে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে চতুর্থ চেক রিটার্নে ১০০০ টাকা।
advertisement
6/8
-অপর্যাপ্ত ব্যালেন্স ছাড়া অন্য কারণে চেক রিটার্ন ১০০ টাকা।-প্রযুক্তিগত ত্রুটির কারণে চেক রিটার্ন গেলে কোনও চার্জ কাটা হবে না। -লকার ভাড়া: ছোট লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ১০০০ টাকা, সেমি আরবান এলাকায় ১২৫০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ২০০০ টাকা চার্জ দিতে হবে।
advertisement
7/8
-মাঝারি লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ২২০০ টাকা, সেমি আরবান এলাকায় ২৫০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ৩৬০০ টাকা চার্জ পড়বে।-বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ২৫০০ টাকা, সেমি আরবান এলাকায় ৩০০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ৫৫০০ টাকা চার্জ দিতে হবে।
advertisement
8/8
-অতিরিক্ত বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ৬০০০ টাকা, সেমি আরবান এলাকায় ৬০০০ টাকা এবং শহর ও মেট্রো এলাকায় ৮০০০ টাকা চার্জ পড়বে।-সবচেয়ে বড় লকার ভাড়া নিলে গ্রামীণ, সেমি আরবান এবং শহর ও মেট্রো এলাকায় ১০ হাজার টাকা করে ভাড়া দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সেভিংস অ্যাকাউন্টে নিয়ম বদলাল Punjab National Bank, ১ অক্টোবর থেকে লাগু হবে নয়া চার্জ