TRENDING:

New Business Ideas: ৮-৯ ঘণ্টার চাকরিতে জীবন ওষ্ঠাগত! একঘেয়েমি কাটানোর জন্য রইল দারুন ব্যবসার আইডিয়া!

Last Updated:
বহু মানুষই বর্তমানে স্টার্ট-আপ করছেন। অন্যান্য পার্সোনালাইজড জিনিসপত্রের মতো পার্সোনালাইজড কফি মগের চাহিদা এখন তুঙ্গে।
advertisement
1/8
৮-৯ ঘণ্টার চাকরিতে জীবন ওষ্ঠাগত! একঘেয়েমি কাটানোর জন্য রইল দারুন ব্যবসার আইডিয়া!
চাকরিবাকরি ছেড়ে অনেকেই আজকাল ব্যবসার দিকে ঝুঁকছেন। আসলে সময় বাঁধা চাকরি অনেকেরই না-পসন্দ। তাই আরও বেশি করে নিজের মতো ব্যবসা করতে চাইছেন তাঁরা। তবে ব্যবসার জন্য চাই উদ্ভাবনী চিন্তাশক্তি বা অনন্য ভাবনা। কারণ বহু মানুষই বর্তমানে স্টার্ট-আপ করছেন। আজ একটা অসাধারণ এবং অন্য রকম ব্যবসার আইডিয়ার বিষয়েই কথা হলা যাক।
advertisement
2/8
সেটা হল- মগ বা মাগ প্রিন্টিংয়ের ব্যবসা। আসলে কাজের ফাঁকে কফি কিংবা চায়ে চুমুক দিলে মনটা ভাল হয়ে যায়। সেই কফির মগে যদি সুন্দর একটা উদ্ধৃতি, কিংবা সুন্দর মনের মতো একটা ছবি থাকে, তাহলে আরও ভাল লাগে। ফলে অন্যান্য পার্সোনালাইজড জিনিসপত্রের মতো পার্সোনালাইজড কফি মগের চাহিদা এখন তুঙ্গে।
advertisement
3/8
ব্যবসায়িক পরিকল্পনা: কোন কোন বিষয়ে দক্ষতা রয়েছে, তার একটা তালিকা তৈরি করতে হবে। যেমন - মার্কেটিং, ব্যবসার টাকা-পয়সার হিসেব রাখা ইত্যাদি। এই বিষয়টা স্পষ্ট হয়ে গেলে বোঝা যাবে, কত জন কর্মীকে কাজে রাখতে হবে। আসলে দক্ষ কর্মী ছাড়া কোনও ব্যবসাই দাঁড় করানো সম্ভব নয়।
advertisement
4/8
এর পরবর্তী ধাপ হল, কীভাবে ব্যবসা করা যাবে, তার সিদ্ধান্ত নেওয়া। এই কাজের জন্য দোকান খোলা হবে না কি অনলাইনেই ব্যবসা চালানো যাবে, সেটা ঠিক করতে হবে। আজকাল অনলাইনেই ব্যবসা করা সম্ভব। সর্বশেষ ধাপের ক্ষেত্রে আইনি বিষয়গুলি চূড়ান্ত করতে হবে।
advertisement
5/8
কফি মগের ধরন: কোন ধরনের কফি মগ নিয়ে কাজ হবে, সেটা ঠিক করতে হবে। কাস্টোমাইজড কফি মগের ব্যবসার জন্য নানা ধরনের কফি মগ পাওয়া যায়। সেরামিক মগ, ট্রান্সপারেন্ট মগ, পটারি মগ, স্পোর্ট মগ, ট্রাভেল মগ, স্টেনলেস স্টিল মগ, ম্যাজিক মগের মতো বিভিন্ন ধরনের কফি মগ বাজারে সহজেই মেলে। গ্রাহকের পছন্দ অনুযায়ীও ডিজাইন করা যেতে পারে।
advertisement
6/8
প্রোডাক্ট ডিজাইনার টুল: কফি মগ ডিজাইন করার জন্য প্রয়োজন হবে অনলাইন প্রোডাক্ট ডিজাইন সফটওয়্যারের। প্রয়োজনীয় বিষয়গুলি হল- কাস্টম ফন্ট ম্যানেজার, অ্যাড কোটস অপশন, কাস্টমাইজেবল টেক্সট, মেসেজেস ইত্যাদি টেক্সট ফিচার।
advertisement
7/8
১০ হাজারেরও বেশি কাস্টমাইজেবল ক্লিপআর্ট, স্মার্ট সার্চ, এসভিজি সাপোর্টে-সহ ক্লিপ আর্ট ম্যানেজার। অবজেক্ট হ্যান্ডলার্স, অবজেক্ট গ্রুপিং, পজিশনিং-সহ অবজেক্ট হ্যান্ডলিং। অর্ডার দেওয়ার আগে গ্রাহকদের ইমেজ প্রিভিউয়েরও প্রয়োজন হবে।
advertisement
8/8
অনলাইন স্টোর: ব্যবসা করতে গেলে ন্যূনতম খরচে অনলাইন স্টোর তৈরি করতে হবে। আর ভবিষ্যতে যাতে কোনও আইনি সমস্যা না হয়, তার জন্য ব্যবসার রেজিস্ট্রেশন করানো আবশ্যক। ব্যবসার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র এবং লাইসেন্সের জন্য যোগাযোগ করতে হবে এক জন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গেও।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: ৮-৯ ঘণ্টার চাকরিতে জীবন ওষ্ঠাগত! একঘেয়েমি কাটানোর জন্য রইল দারুন ব্যবসার আইডিয়া!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল