Profitable business at home: ডিম ফুটিয়ে লক্ষ লক্ষ টাকা! বাড়িতেই দুর্দান্ত লাভজনক ব্যবসা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই ব্যবসা ঠিক মতো করতে পারলে ,লক্ষ লক্ষ টাকা মাসে রোজগার কোন ব্যাপার নয়
advertisement
1/6

বাড়িতে ছোট্ট জায়গায় ব্যবসা করার কথা ভাবছেন? চাকরি ছেড়ে নিজের মতো করে কিছু করতে মন চাইছে? তাহলে শুরু করতেই পারেন মাছের বাচ্চা ফোটানোর ব্যবসা!
advertisement
2/6
এর জন্য ছোট্ট একটা টেবিলের মত জায়গা হলেই যথেষ্ট। আর মাসে রোজগার করুন লক্ষ লক্ষ টাকা। এমনই সুন্দর ব্যবসার পথ দেখাচ্ছেন ডক্টর বিজয় কালী মহাপাত্র।
advertisement
3/6
ডক্টর বিজয় কালী মহাপাত্র, তাঁর নিজের বাড়িতে ৬ফিট বাই ২ফিট জায়গাতে তৈরি করে দেখাচ্ছেন মাছের ডিম ফোটানো এবং বাচ্চা তৈরির পদ্ধতি
advertisement
4/6
ডিম ফুটাতে লাগছে ১দিন, আর বিক্রির মত মাছের বাচ্চা হতে লাগছে ৭দিন৷ ১৮ ঘণ্টায় একটি মাছের দু থেকে আড়াই লক্ষ ডিম পাড়ানো সম্ভব। সাত থেকে ১২ দিন বয়সের বাচ্চাগুলোকে বিক্রি করলে এক একটি বাচ্চা ৫০ পয়সা থেকে ১টাকায় বিক্রি হয়
advertisement
5/6
প্রতিদিন তিন থেকে চারটি শিঙি ,মাগুর মাছের ডিম ফোটানো যেতে পারে। তবে অন্যান্য মাছেরও ডিম ফোটানো যায়। কিভাবে ডিম ফোটাতে হয়? সেটা সামনে দেখালেন বিজয়া কালী মহাপাত্র।
advertisement
6/6
আমাদের দেশে মাছের যে চাহিদা রয়েছে ,সেখানে এই ব্যবসা ঠিক মতো করতে পারলে ,লক্ষ লক্ষ টাকা মাসে রোজগার কোন ব্যাপার নয় ,বলে বলছেন কেন্দ্রীয় মৎস বিজ্ঞানি বিজয় কালী মহাপাত্র।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Profitable business at home: ডিম ফুটিয়ে লক্ষ লক্ষ টাকা! বাড়িতেই দুর্দান্ত লাভজনক ব্যবসা