TRENDING:

বাণিজ্য পরিকাঠামোয় ঊর্ধ্বগামী ভারত, ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট প্রকাশের পর এই সুবিধাগুলি পাবেন আমজনতা

Last Updated:
advertisement
1/6
বাণিজ্য পরিকাঠামোয় ঊর্ধ্বগামী ভারত, ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট প্রকাশের পর এই সুবিধাগুলি পাবেন আমজনতা
আজকেই প্রকাশিত হয়েছে বিশ্বব্যাঙ্কের 'ইজ অফ ডুয়িং বিজনেস' এর তালিকা । ৭৭ থেকে ২৩ নম্বরে উঠে এসেছে ভারতের নাম । ব্যবসা-বাণিজ্য শুরু করা বা সুষ্ঠুভাবে চালনা করার জন্য যা কিছু আবশ্যিক তার বেশিরভাগই রয়েছে ভারতে, এমনই বলছে রিপোর্ট । (ছবি: সংগৃহীত)
advertisement
2/6
বিশেষজ্ঞদের মতে যখনই এই পরিসংখ্যান মূলক তথ্য প্রকাশিত পায় ও সেখানে কোনও দেশের র‍্যাঙ্কিং বৃদ্ধি পায় তার ইতিবাচক প্রভাব প্রত্যক্ষভাবে দেশের অর্থনীতিতে পড়ে। জেনে নিন এই রিপোর্টের ফলে সাধারণ মানুষের কি কি উপকার হতে পারে। (ছবি: সংগৃহীত)
advertisement
3/6
অর্থনীতিবিদদের মতে, এই রিপোর্ট অনুযায়ী ভারত বাণিজ্যবান্ধব দেশ অর্থাৎ স্ব-প্রকল্প বা স্টার্ট-আপ চালু করার বেশিরভাগ পরিকাঠামোই মজুত রয়েছে ভারতে , এই তথ্য প্রকাশের ফলে বাড়তে পারে কর্মসংস্থানের সম্ভাবনাও । আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ার সম্ভাবনাও প্রবল ও তার ফলে তৈরি হতে নতুন সংস্থা যা একাধারে যেমন বাড়াবে উৎপাদনক্ষমতা তেমনভাবেই বাড়বে কাজের সুযোগও । (ছবি: সংগৃহীত)
advertisement
4/6
মার্কিন-ভারত বাণিজ্য কাউন্সিলের নয়া সভাপতি নিশা দেশাই জানিয়েছেন এই রিপোর্টের ফলে বাড়তে বৈদেশিক বিনিয়োগের (FDI) সম্ভাবনাও যা অর্থনীতির সার্বিক সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (ছবি: সংগৃহীত)
advertisement
5/6
এই রিপোর্ট প্রকাশিত হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে টাকার দাম বাড়ার সম্ভাবনাও উপেক্ষা করছেন না বিশেষজ্ঞরা । আমদানি-রফতানির ক্ষেত্রেও বিশেষ সুবিধা হবে, যার জেরে কমবে মুদ্রাস্ফীতি । (ছবি: সংগৃহীত)
advertisement
6/6
এই রিপোর্ট বলছে ভারত একটি ব্যবসাবান্ধব দেশ অর্থাৎ এই তথ্য সরাসরিভাবে উপকারি হবে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও । গত ১ বছরে ব্যবসায়িক পরিকাঠামোর বিপুল উন্নতি হয়েছে ভারত ও এই কারণে বাড়বে ব্যবসায়িক আদান-প্রদানও । স্টার্ট-আপ কালচার গড়ার দিকে আরও এক ধাপ এগোবে ভারত । (ছবি: সংগৃহীত)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাণিজ্য পরিকাঠামোয় ঊর্ধ্বগামী ভারত, ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট প্রকাশের পর এই সুবিধাগুলি পাবেন আমজনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল