TRENDING:

Tejas Jet deliveries: তেজসের ডেলিভারি দিতে দেরি! উচ্চ-স্তরীয় কমিটি গঠন করল প্রতিরক্ষা মন্ত্রক

Last Updated:
তেজসের অর্ডার দেওয়া হয়েছে আগেই। কিন্তু ডেলিভারি কবে হবে? এই নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান, এয়ার মার্শাল এপি সিং।
advertisement
1/7
তেজসের ডেলিভারি দিতে দেরি! উচ্চ-স্তরীয় কমিটি গঠন করল প্রতিরক্ষা মন্ত্রক
তেজসের অর্ডার দেওয়া হয়েছে আগেই। কিন্তু ডেলিভারি কবে হবে? এই নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান, এয়ার মার্শাল এপি সিং। শুধু তাই নয়, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের সমালোচনাও করেন তিনি।
advertisement
2/7
এরপরই তড়িঘড়ি বিশেষ কমিটি গঠন করল প্রতিরক্ষা মন্ত্রক। এই কমিটি যুদ্ধবিমান তেজস Mk-1A-এর ডেলিভারি দিতে কেন দেরি হচ্ছে, তা খতিয়ে দেখবে। পাশাপাশি বিমানবাহিনীর হাতে কীভাবে দ্রুত এই যুদ্ধবিমান তুলে দেওয়া যায়, তার উপায়ও খুঁজে বের করবে। ইন্ডিয়া টুডে-এর একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।
advertisement
3/7
৫ সদস্যের এই স্পেশাল কমিটির মাথায় রয়েছেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। কমিটির মূল কাজ হবে তেজসের উৎপাদন ও সরবরাহে যে বাধাগুলো রয়েছে তার দ্রুত সমাধান খুঁজে বের করা। প্রসঙ্গত, বায়ুসেনাকে জরুরি ভিত্তিতে ৮৩টি তেজস Mk-1A যুদ্ধবিমান ডেলিভারি দেওয়ার কথা রয়েছে হ্যালের, যা বর্তমান তেজস Mk-1-এর উন্নত সংস্করণ।
advertisement
4/7
সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত অ্যারো ইন্ডিয়া ২০২৫ ইভেন্টে হ্যালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এয়ার চিফ মার্শাল এপি সিং। তিনি স্পষ্ট জানান, নির্ধারিত সময়ের মধ্যে হ্যালের ডেলিভারি দেওয়ার ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন না। পাশাপাশি তিনি “হ্যাঁ, হয়ে যাবে” ধরণের গাফিলতি বা ঢিলেমি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন।
advertisement
5/7
বিমানবাহিনীর প্রধানের এই মন্তব্য সামনে আসার পর হইচই পড়ে যায়। নড়েচড়ে বসে কেন্দ্র। তৈরি হয় কমিটি। এদিকে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান ডি কে সুনীল দেরির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানবাহিনীর প্রধানের উদ্বেগ যথার্থ, কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে।
advertisement
6/7
পাশাপাশি ডি কে সুনীল বলেন, “দেরির জন্য শুধু কারখানার গাফিলতিকে দায়ী করা ঠিক হবে না।” খুব দ্রুত তেজস Mk-1A যুদ্ধবিমান সরবরাহ শুরু করার জন্য হ্যাল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করেছেন তিনি। হ্যাল প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা উৎপাদনের গতি বাড়িয়ে যত দ্রুত সম্ভব বিমান সরবরাহ করবে।
advertisement
7/7
তেজস Mk-1A হল সম্পূর্ণ ভারতে তৈরি আধুনিক যুদ্ধবিমান। এতে রয়েছে আধুনিক প্রযুক্তির এভিওনিক্স, শক্তিশালী EL/M-2052 AESA রাডার, এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উত্তম AESA রাডার। সব ধরণের আবহাওয়ায় কাজ করতে পারে। প্রতিরক্ষা ক্ষেত্রকে স্বনির্ভর করতে ‘আত্মনির্ভর ভারত’-এর আওতায় তেজস তৈরি করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tejas Jet deliveries: তেজসের ডেলিভারি দিতে দেরি! উচ্চ-স্তরীয় কমিটি গঠন করল প্রতিরক্ষা মন্ত্রক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল