বাড়ানো হয়েছে PAN-Aadhaar লিঙ্ক করানোর সময়সীমা! এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কোনও নিয়ম পরিবর্তন হল কি না দেখে নেওয়া যাক এক নজরে!
advertisement
1/7

গত সপ্তাহেই PAN-আধার লিঙ্ক করানোর সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার। ৩১ মার্চ ২০২৩ থেকে বাড়িয়ে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন ২০২৩। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)-র তরফ থেকে বলা হয়েছে, আয়করদাতাদের কথা বিবেচনা করেই PAN-আধার লিঙ্কিং-এর সময়সীমা আরও খানিকটা বাড়ানো হয়েছে।
advertisement
2/7
কিন্তু এই সময় পেরিয়ে গেলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে বলে সতর্ক করেছে আয়কর দফতর। এর আগেও এই সংযুক্তির সময়সীমা বাড়িয়েছে আয়কর দফতর। এর আগে ৩১ মার্চ ২০২২ ছিল PAN-আধার সংযুক্তির শেষ তারিখ। সেই দিনের মধ্যে মধ্যে যাঁরা এই সংযুক্তি করাতে পারেননি তাঁদের ৫০০ টাকা ফি দিতে হচ্ছে। সেসময় ১ জুলাই ২০২২ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তারপরও সংযুক্তি যাঁরা করাননি তাঁদের ১০০০ টাকা দেওয়ার কথা। এবার আরও একদফা সময় বাড়িয়েছে সরকার। কোনও নিয়ম পরিবর্তন হল কি না দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/7
শেষ তারিখ: নতুন করে সময়সীমা বাড়ানোর পর PAN ও আধার কার্ড সংযুক্ত করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৩।
advertisement
4/7
অনলাইনে সংযুক্তি: যে কোনও ভারতীয় নাগরিক https://www.incometax.gov.in/iec/foportal/ এই পোর্টালে গিয়ে PAN ও আধার লিঙ্ক করিয়ে নিতে পারেন। এই পোর্টালে ঢুকে Quick Link অপশনে যেতে হবে। তারপর Link Aadhaar অপশন বেছে নিতে হবে।
advertisement
5/7
সংযুক্তির ফি: ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে PAN-আধার সংযুক্ত করতে চাইলে ১০০০ টাকা ফি দিতে হবে। এই সময়সীমার মধ্যে PAN-আধার লিঙ্ক না হলে ১ জুলাই ২০২৩ থেকে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে।
advertisement
6/7
PAN-আধার লিঙ্ক করা আছে কিনা জানতে: অনেকেই জানেন না আদৌ তাঁদের PAN ও আধার নম্বর লিঙ্ক করা রয়েছে কি না। সেক্ষেত্রে স্টেটাস যাচাই করে নেওয়া যেতে পারে।
advertisement
7/7
এজন্য আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে Link Aadhaar অপশনে ক্লিক করলেই জানা যাবে বিষয়টি। তখন প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাড়ানো হয়েছে PAN-Aadhaar লিঙ্ক করানোর সময়সীমা! এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে?