TRENDING:

PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন? আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর

Last Updated:
কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরি সম্প্রতি এর উদ্বোধন করেছেন।
advertisement
1/7
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন? আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তাদের জন্য রয়েছে সুখব। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ পদক্ষেপ সুবিধাভোগীদের অনেকটাই স্বস্তি দেবে। সরকার কী পরিষেবা দিতে চলেছে, তার ফলে কৃষকরা কীভাবেই লাভবান হবেন, জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
2/7
কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সম্প্রতি AI চ্যাটবট পরিষেবা দিতে শুরু করেছে৷ এই পরিষেবা পাবেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধাভোগীরা। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরি সম্প্রতি এর উদ্বোধন করেছেন।
advertisement
3/7
কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের দাবি, এই নতুন AI চ্যাটবটটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। AI চ্যাটবটের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কার্যকারিতা এবং কীভাবে তা পাওয়া যাবে তার সমস্ত উত্তর পাওয়া যাবে। কৃষকরা তাঁদের প্রশ্নের উত্তর পাবেন তাৎক্ষণিক ভাবে। সেই উত্তর স্পষ্ট এবং সঠিক হবে বলেই দাবি করেছে সরকার।
advertisement
4/7
সরকারি তরফে জানানো হয়েছে যে, AI চ্যাটবটটি এক্সস্টেপ ফাউন্ডেশন এবং ভাষণীর সহায়তায় তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সুবিধাভোগী কৃষকদের কোনও রকম অভিযোগ থাকলেও তার সুরাহাও AI চ্যাটবট পরিষেবার মাধ্যমে করা যাবে। কৃষকরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারেন।
advertisement
5/7
যতদূর জানা গিয়েছে, AI চ্যাটবটের মাধ্যমে কৃষকরা জানতে পারবেন, তাঁদের স্টেটাস, অর্থপ্রদানের বিশদ, যদি আবেদন নাকচ হয়ে থাকে, তার বিবরণ-সহ প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট।
advertisement
6/7
কৃষকরা PM Kisan মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে AI চ্যাটবট পরিষেবা পেতে পারেন। অর্থাৎ মোবাইলে PM Kisan অ্যাপ ইনস্টল করতে হবে। এই পরিষেবা পাওয়া যাবে বিভিন্ন ভাষায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত প্রযুক্তির সাহায্যে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রকল্প সম্পর্কে কৃষকদের কাছে একটা স্বচ্ছ ধারণা পৌঁছে দেওয়া হবে। যাতে তাঁরাও সঠিক তথ্য পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
advertisement
7/7
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৫তম কিস্তির অর্থও শীঘ্রই পাবেন কৃষকরা। জানা গিয়েছে এই কিস্তির ২ হাজার টাকা আগামী নভেম্বর মাসের মধ্যেই জমা পড়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন? আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল