স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? PPF, NSC, SSY কোন স্কিম আপনার জন্য বেশি লাভবান হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অন্যান্য সমস্ত স্মল সেভিংস স্কিমের হার বজায় রেখেছে। আসলে প্রতি ত্রৈমাসিকে সুদের হার পর্যালোচনা করে সরকার।
advertisement
1/9

আগামী ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমের সুদের হার বৃদ্ধি করেছে সরকার। সেই সঙ্গে অন্যান্য সমস্ত স্মল সেভিংস স্কিমের হার বজায় রেখেছে। আসলে প্রতি ত্রৈমাসিকে সুদের হার পর্যালোচনা করে সরকার।
advertisement
2/9
স্মল সেভিংস স্কিম কী? স্মল সেভিংস স্কিম হল বিনিয়োগের অন্যতম মাধ্যম। যা সরকার দ্বারা পরিচালিত। এর মাধ্যমে সম্পদ সঞ্চয় এবং আহরণ করা সম্ভব। বর্তমানে সরকার ৯ ধরনের স্মল সেভিং স্কিম পরিচালনা করে।
advertisement
3/9
এর মধ্যে অন্যতম হল - রেকারিং ডিপোজিট (আরডি), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই), মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস)।
advertisement
4/9
অক্টোবর - ডিসেম্বর ২০২৩ ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার নিম্নোক্ত:
advertisement
5/9
পিপিএফ - ৭.১% এসসিএসএস - ৮.২% সুকন্যা সমৃদ্ধি যোজনা - ৮.০% এনএসসি - ৭.৭% পিও-মান্থলি ইনকাম স্কিম - ৭.৪% কিষাণ বিকাশ পত্র - ৭.৫% ১ বছরের ডিপোজিট - ৬.৯% ২ বছরের ডিপোজিট - ৭.০% ৩ বছরের ডিপোজিট - ৭.০% ৫ বছরের ডিপোজিট - ৭.৫% ৫ বছরের আরডি - ৬.৭%
advertisement
6/9
স্মল সেভিংস স্কিমে কি বিনিয়োগ করা উচিত? পার্সোনাল ফিনান্স এক্সপার্টদের পরামর্শ, আর্থিক অস্থিরতার পরিস্থিতি মাথায় রেখে একটা ক্ষুদ্র অংশ স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করা ভাল বিকল্প হতে পারে। বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা সুনিশ্চিত রিটার্ন চান। তবে এটাও মাথায় রাখা জরুরি যে, এইসব স্কিমের রিটার্ন কিন্তু ইক্যুইটির মতো লোভনীয় নয়।
advertisement
7/9
স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করার উপকারিতা: ১. এই ধরনের স্কিম মূলত সরকার পরিচালিত। বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রেক্ষিতে সুনিশ্চিত রিটার্ন পেতে পারেন।
advertisement
8/9
২. পিপিএফ এবং এসসিএসএস-এর মতো একাধিক স্মল সেভিংস স্কিম আয়কর বেনিফিটের জন্য যোগ্য। আয়কর আইনের ৮০সি ধারার অধীনে বিনিয়োগকারী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারেন।
advertisement
9/9
৩. পোর্টফোলিও-তে বৈচিত্র্য আনতে স্মল সেভিং স্কিম অত্যন্ত ভাল বিকল্প।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? PPF, NSC, SSY কোন স্কিম আপনার জন্য বেশি লাভবান হবে ?