PPF Investments: স্ত্রীর সঙ্গে বিনিয়োগ করুন PPF স্কিমে, কোটিপতি হওয়া বাঁ-হাতের খেল, বুঝে নিন হিসেব এখনই
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
PPF Investments: PPF-এ স্ত্রীর সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করে কীভাবে আপনি ১ কোটি টাকা সহজেই জমানো সম্ভব, তা জেনে নিন।
advertisement
1/6

পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজি তো আছেই! তবে, এগুলো ছাড়াও পোস্ট অফিসের আরও একটি নিরাপদ স্কিম রয়েছে যা কর্মজীবন থেকে অবসর গ্রহণের পরে বার্ধক্যে ভাল ভাবে থাকার সহায়ক হতে পারে। সেটা হল পিপিএফ।
advertisement
2/6
পিপিএফ নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি তাঁর নামে কেবল একটিই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। পিপিএফ-এ যৌথ অ্যাকাউন্ট খোলার কোনও বিকল্প নেই। কিন্তু যদি স্বামী-স্ত্রী দুজনেই উপার্জন করেন, তাহলে দুজনেই নিজের নিজের নামে আলাদা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং মাত্র ২০ বছরের মধ্যে কোটিপতি হতে পারেন।
advertisement
3/6
২০ বছরে কোটিপতি হতে হলে, স্বামী-স্ত্রী উভয়কেই তাঁদের নিজের নিজের পিপিএফ অ্যাকাউন্টে প্রতি বছর ১.৫ লক্ষ টাকা জমা করতে হবে। এটি একেবারে জমা করা যায়, আবার প্রতি মাসে ১২,৫০০ টাকা জমা করে বছরে ১.৫ লক্ষ টাকাও জমা করা যায়। এই স্কিমটি ১৫ বছরে ম্যাচিওর হয়, তবে কোটিপতি হওয়ার লক্ষ্যে তা একবার ৫ বছরের জন্য বাড়িয়ে দিতে হবে এবং ২০ বছরের জন্য ১.৫ লক্ষ টাকার অবদান চালিয়ে যেতে হবে।
advertisement
4/6
যদি স্বামী-স্ত্রী উভয়েই তাঁদের নিজের নিজের পিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করেন এবং এই অ্যাকাউন্টটি ২০ বছর ধরে চালিয়ে যান, তাহলে উভয়েই তাঁদের নিজের নিজের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা করে জমা করবেন। পিপিএফ-এ ৭.১% সুদ দেওয়া হচ্ছে। স্বামী-স্ত্রী উভয়েই তাঁদের নিজের নিজের অ্যাকাউন্টে সুদ হিসেবে ৩৬,৫৮,২৮৮ টাকা পাবেন। এইভাবে, তাঁরা দুজনেই ২০ বছরে মোট ৬৬,৫৮,২৮৮ টাকা পাবেন। ৬৬,৫৮,২৮৮ + ৬৬,৫৮,২৮৮ = ১,৩৩,১৬,৫৭৬ টাকা- ফলাফল স্পষ্ট! এইভাবে স্বামী-স্ত্রী দুজনেই ২০ বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবেন।
advertisement
5/6
পিপিএফ বিনিয়োগকে ইইই ক্যাটাগরিতে রাখা হয়েছে। অর্থাৎ, এখানে বিনিয়োগ, সুদ এবং মেয়াদপূর্তির পরিমাণ, তিনটিই সম্পূর্ণ করমুক্ত।
advertisement
6/6
আগেই বলা হয়েছে যে কোটিপতি হতে হলে অবদান এক্সটেনশন করতে হবে। এক্ষেত্রে যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে সেখানে একটি আবেদন জমা দিতে হবে। মেয়াদপূর্তির তারিখ থেকে ১ বছর পূর্ণ হওয়ার আগে এই আবেদনপত্র জমা দিতে হবে। মেয়াদ বৃদ্ধির জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি সেই পোস্ট অফিসের শাখায় জমা দিতে হবে যেখানে পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে হ্যাঁ, যদি সময়মতো এই ফর্মটি জমা দেওয়া না হয়, তাহলে এক্সটেনশনে অ্যাকাউন্টে অবদান রাখা যাবে না। পিপিএফ স্কিম থেকে কোটিপতি হতে হলে তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PPF Investments: স্ত্রীর সঙ্গে বিনিয়োগ করুন PPF স্কিমে, কোটিপতি হওয়া বাঁ-হাতের খেল, বুঝে নিন হিসেব এখনই