Potato Price Hike: হুড়মুড়িয়ে দাম বাড়ছে জ্যোতি-চন্দ্রমুখী আলুর, বাজারে কমছে যোগান! কোথায় ঠেকবে দাম? চিন্তায় আমজনতা
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Potato Price Hike: বর্তমান সময়ে কেজি প্রতি সাদা আলু বিক্রির দাম ছিল ২৮-৩০ টাকা পর্যন্ত। এবার সেই দাম বেড়ে ৩০-৩৫ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা।
advertisement
1/7

*দীর্ঘ বেশ অনেকটা সময় ধরে আলুর দাম নিয়ে জলঘোলা ক্রমশ হয়ে চলেছে। আবার এরই মাঝে বেশ কিছু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধের ডাক। উপরি পাওনা হিসেবে রয়েছে আলু রাখার হিমঘর বন্ধ বেশ কয়েকদিন। আর এতেই বাজারে আলুর যোগান কমতে শুরু করেছে। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*বর্তমান সময়ে কেজি প্রতি সাদা আলু বিক্রির দাম ছিল ২৮ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে এবার সেই দাম বেড়ে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাজারের বিক্রেতারা। মূলত এই কারণে অধিকাংশ বিক্রেতা থেকে ক্রেতা চিন্তায় পড়ে গিয়েছেন।
advertisement
3/7
*কোচবিহার ভবানীগঞ্জ বাজারের এক আলু বিক্রেতা হাসান মণ্ডল জানান, "বাজারে বারংবার জেলা প্রশাসনের তদারকি যাতে কাঁচা মালের দাম না বেড়ে ওঠে। আর তার মাঝেই আলুর যোগানে ভাটা। সব মিলিয়ে একটা চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।" সংগৃহীত ছবি।
advertisement
4/7
*যোগান কমলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তবে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আঠাশ টাকা মূল্যের বেশি দামে আলু বিক্রি করা যাবে না। তবে যদি খুচরো বিক্রেতারা আলু কেনেন ৩০ টাকা দামে। তবে তাঁরা কিভাবে সেই আলু ২৮ টাকা দামে বিক্রি করবেন?" সংগৃহীত ছবি।
advertisement
5/7
*কোচবিহারে আরোও দুই আলু বিক্রেতা রনবীর সাহা জানান, "যদি এভাবে দাম বাড়তে থাকে তবে অগত্যা তাঁদের বাজারে আলু বিক্রি বন্ধ রাখতে হবে। কারণ, কোনোও বিক্রেতা তো নিজের ক্ষতি করে আলু বিক্রি করবেন না বাজারে।" সংগৃহীত ছবি।
advertisement
6/7
*বাজারের এক প্রবীন বিক্রেতা জীবন সরকার বলেন, "বাজারে যেভাবে সাদা আলুর দাম বাড়ছে। ফলে সাধারণ মানুষের কাছে সহজ হয়ে উঠেছে ভুটান আলু কেনার বিষয়। বিক্রেতারাও এই ভুটানের আলু বিক্রি করে লাভের মুখ দেখছেন। দেশি আলুর দাম এমনিতেই থাকে বেশি। তাই সেই বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই ক্রেতাদের একাংশের।" সংগৃহীত ছবি।
advertisement
7/7
*সব মিলিয়ে জেলা প্রশাসনের কাছে বিক্রেতা থেকে ক্রেতারা আবেদন জানিয়েছেন। যাতে দ্রুত বাজারে আলুর যোগান আবারও সচল করা সম্ভব হয়। যদি পর্যাপ্ত যোগান বাজারে আসতে শুরু করে। তবে দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করছেন বিক্রেতা থেকে ক্রেতারা। তবে কিছু অসাধু পাইকারি বিক্রেতা কোনও বিক্রির প্রমাণ না রেখে বেশি দামে আলু বিক্রি করছেন। আর এতেই বাজারে আলুর দাম বাড়ছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Potato Price Hike: হুড়মুড়িয়ে দাম বাড়ছে জ্যোতি-চন্দ্রমুখী আলুর, বাজারে কমছে যোগান! কোথায় ঠেকবে দাম? চিন্তায় আমজনতা