Post Office Schemes: ব্যাঙ্কের FD ছেড়ে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট! ১ লক্ষ টাকায় কত লাভ হতে পারে দেখুন
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করুন মাত্র ১ লক্ষ টাকা আর দেখুন কীভাবে নিরাপদে আপনার অর্থ বৃদ্ধি ঘটে!
advertisement
1/8

বেশিরভাগ মানুষই মনে করেন যে ইন্ডিয়া পোস্ট শুধু চিঠি লেখা বা পার্সেল পাঠানোর জন্যই ব্যবহৃত হয়। কিন্তু আধুনিক ডাকঘর এখন ডাক পরিষেবার সীমা ছাড়িয়ে ব্যাংকিং ও সঞ্চয় পরিষেবার বিস্তৃত পরিসর প্রদান করছে—প্রায় একটি বড় ব্যাংকের মতোই। এখানে RD, TD, MIS, PPF, SSA ও KVP-এর মতো একাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে। এর মধ্যে টাইম ডিপোজিট (TD), যা অনেকটা ফিক্সড ডিপোজিট (FD)-এর সমতুল্য বলে ধরা হয়, বর্তমানে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
2/8
অবিশ্বাস্য হলেও সত্য, এই স্কিমটি অনেক ব্যাংকের FD-র তুলনায়ও বেশি লাভজনক। বাস্তবে, সাধারণ কোনো ব্যাংকে FD করলে যে সুদ পাওয়া যায়, তা প্রায়শই পোস্ট অফিসের TD স্কিমে দেওয়া সুদের চেয়ে কম হয়। এখানে আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৫ বছরের জন্য টাকা জমা রাখতে পারেন। বর্তমানে ডাক বিভাগ ১ বছরের জন্য ৬.৯%, ২ বছরের জন্য ৭.০%, ৩ বছরের জন্য ৭.১% এবং ৫ বছরের জন্য আকর্ষণীয় ৭.৫% সুদ দিচ্ছে—যে সুদের হার আজকাল দেশের বড় বড় ব্যাংকগুলোর পক্ষেও মেলানো কঠিন।
advertisement
3/8
ভাবছেন ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কতটা লাভ হতে পারে? চলুন একটি সহজ হিসাব দেখি। যদি আপনি ৭.৫% সুদে ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদ হিসেবে পাবেন ৪৪,৯৯৫ টাকা। অর্থাৎ মেয়াদপূর্তিতে মূলধনসহ মোট পাবেন ১,৪৪,৯৯৫ টাকা। এখন একই টাকা যদি কোনো ব্যাংকের FD-তে রাখেন, তাহলে যে পার্থক্যটা তৈরি হয়, তা সহজেই চোখে পড়ার মতো স্পষ্ট হয়ে যাবে।
advertisement
4/8
শুরু করতে আপনার লাখ লাখ টাকার দরকার নেই। মাত্র ১,০০০ টাকা দিয়েই আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমাও নেই—আপনি ইচ্ছেমতো যত টাকা চান, ততটাই বিনিয়োগ করতে পারেন। এই স্কিমটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কম আয়ের মানুষ থেকে শুরু করে বড় সঞ্চয়কারীরাও সহজেই এতে অংশ নিতে পারেন।
advertisement
5/8
এই স্কিমে যৌথ অ্যাকাউন্টের সুবিধাও রয়েছে। আপনি একক অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা স্বামী/স্ত্রী কিংবা সন্তানদের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন—যেখানে সর্বোচ্চ তিনজন সদস্য থাকতে পারেন। এতে পরিবারের সবাই মিলে সঞ্চয় করা সহজ হয় এবং সম্মিলিত আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করে।
advertisement
6/8
নিরাপত্তা এই স্কিমের আরেকটি বড় সুবিধা। পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলোতে থাকে ১০০% সরকারি গ্যারান্টি। যেহেতু ডাক বিভাগ সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত, তাই এতে বিনিয়োগ করা টাকায় কোনো বাজার ঝুঁকি নেই। মূলধন ও সুদ—দুটোই সময়মতো ফেরত পাওয়ার দায়িত্ব সরকারেরই।
advertisement
7/8
আরেকটি বড় সুবিধা হলো স্বচ্ছতা। অনেক ব্যাংক সিনিয়র সিটিজেনদের জন্য সামান্য বেশি সুদের হার দেয়, কিন্তু পোস্ট অফিসের TD স্কিমে সব গ্রাহকের জন্য সুদের হার একটাই। যেহেতু এখানে মূল সুদের হারই অধিকাংশ ব্যাংকের তুলনায় বেশি, তাই এটি সবার জন্যই লাভজনক।
advertisement
8/8
আপনি যদি ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্ন চান এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত আর্থিক ভিত্তি গড়তে চান, তাহলে ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD) নিঃসন্দেহে অন্যতম সেরা বিকল্প। আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলুন। আপনার কঠোর পরিশ্রমে অর্জিত সঞ্চয়ের জন্য এর চেয়ে নিরাপদ আশ্রয় আর হতে পারে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Schemes: ব্যাঙ্কের FD ছেড়ে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট! ১ লক্ষ টাকায় কত লাভ হতে পারে দেখুন