Post Office Superhit Scheme: থাকবে না পেনশনের চিন্তা, পোস্ট অফিসের এই স্কিম থেকে মাসে মাসে পেয়ে যেতে পারেন ২০৫০০ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Post Office Superhit Schemes: পোস্ট অফিসের এই স্কিম থেকে মাসে মাসে পেয়ে যেতে পারেন ২০৫০০ টাকা । জেনে নেওয়া যাক সেই স্কিমটির বিষয়ে।
advertisement
1/6

প্রায় প্রত্যেক ভারতীয়ই পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন। আর এর জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হল, পোস্ট অফিসে বিনিয়োগ অত্যন্ত নিরাপদ। কোনও রকম ঝুঁকি নেই। শুধু তা-ই নয়, এখানে বিনিয়োগ করলে অল্প সময়ে ধনীও হওয়া সম্ভব।
advertisement
2/6
এদিকে পোস্ট অফিসে বিভিন্ন গ্রাহকের জন্য ভিন্ন ভিন্ন স্কিম রয়েছে। সেই কারণে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্যও রয়েছে নানা রকম ভাল স্কিম। তবে এমন একটা স্কিম রয়েছে, যেখানে তাঁরা প্রতি মাসে পেয়ে যেতে পারেন ২০৫০০ টাকা। জেনে নেওয়া যাক সেই স্কিমটির বিষয়ে।
advertisement
3/6
আসলে বৃদ্ধ বয়সে চাকরিজীবন থেকে অবসর গ্রহণ করার পরে সব রকম খরচ কীভাবে চলবে, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যায়! কিন্তু পোস্ট অফিসের এই স্কিম গ্রাহকদের সেই দুশ্চিন্তারই নিরসন ঘটাবে। কারণ সিনিয়র সিটিজেনরা এই স্কিম থেকে মাসে মাসে পেনশন পেয়ে যেতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে কোনও ঝুঁকিও থাকে না।
advertisement
4/6
এখানে যে স্কিমটির বিষয়ে কথা হচ্ছে, সেটি হল পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম। যা প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত ভাল। আসলে ষাটোর্ধ্ব গ্রাহকরাই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এখানেই শেষ নয়, আবার যাঁরা ৫৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ভিআরএস নিচ্ছেন, তাঁরাও এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
advertisement
5/6
বর্তমানে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে সুদ পাওয়া যাচ্ছে ৮.২ শতাংশ হারে। ফলে যদি কোনও প্রবীণ নাগরিক পোস্ট অফিসের এই স্কিমে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রতি বছর পেয়ে যাবেন ২ লক্ষ ৪৬ হাজার টাকা। আর এভাবে তিনি মাসে মাসে পেয়ে যেতে পারেন প্রায় ২০৫০০ টাকা।
advertisement
6/6
যার অর্থ হল, এই স্কিমে বিনিয়োগ করে কোনওরকম ঝুঁকি ছাড়াই প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনরা পেয়ে যেতে পারেন পেনশন। প্রসঙ্গত পোস্ট অফিসে মাত্র ১০০০ টাকা জমা করেই খুলে নেওয়া যাবে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএসএস।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Superhit Scheme: থাকবে না পেনশনের চিন্তা, পোস্ট অফিসের এই স্কিম থেকে মাসে মাসে পেয়ে যেতে পারেন ২০৫০০ টাকা