TRENDING:

Post Office Superhit Scheme: পোস্ট অফিসের MIS স্কিমে ১০ লাখ টাকা ডিপোজিট রাখলে প্রতি মাসে কত টাকা পাবেন ?

Last Updated:
Post Office Superhit Scheme: পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম হল একটি স্মল সেভিংস স্কিম, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য এককালীন বিনিয়োগ করলে প্রতি মাসে সেই বিনিয়োগের উপর নির্দিষ্ট সুদ পাওয়া যায়।
advertisement
1/5
পোস্ট অফিসের MIS স্কিমে ১০ লাখ টাকা ডিপোজিট রাখলে প্রতি মাসে কত টাকা পাবেন ?
পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে একটি হল মান্থলি ইনকাম স্কিম ৷ যাঁরা এমন একটি বিনিয়োগ খুঁজছেন, যেখানে এককালীন টাকা জমা রেখে মাসে মাসে নিশ্চিত আয় পাওয়া যায় তাঁদের জন্য এই স্কিমটি সেরা বিকল্প। অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, গৃহিণীরা বা এমন বিনিয়োগকারীরা, যাঁরা ঝুঁকি ছাড়াই স্থির আয় চান তাঁদের জন্য পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম সবচেয়ে নিরাপদ।
advertisement
2/5
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম হল একটি স্মল সেভিংস স্কিম, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য এককালীন বিনিয়োগ করলে প্রতি মাসে সেই বিনিয়োগের উপর নির্দিষ্ট সুদ পাওয়া যায়। সুদের টাকা সরাসরি বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টে জমা হয়। ৫ বছরের এই স্কিমে মেয়াদ শেষে মূলধনও ফেরত দেওয়া হয়।
advertisement
3/5
পোস্ট অফিস মান্থলি ইনকাম অ্যাকাউন্টে বর্তমানে সুদের হার বছরে ৭.৪ শতাংশ। এই স্কিমে এখন সিঙ্গল অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ১৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে। পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম অ্যাকাউন্ট হল সরকার সমর্থিত একটি স্মল সেভিংস স্কিম, যেখানে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। যেহেতু এটি পোস্ট অফিসের স্কিম, তাই এতে রয়েছে ১০০ শতাংশ গ্যারান্টি। এতে সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি স্বামী-স্ত্রী মিলে যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে।
advertisement
4/5
কে কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন(i) প্রাপ্তবয়স্কের নামে সিঙ্গল অ্যাকাউন্ট(ii) যৌথ অ্যাকাউন্ট (সর্বাধিক ৩ জন প্রাপ্তবয়স্ক একসাথে) (জয়েন্ট A বা জয়েন্ট B)(iii) নাবালকের নামে তার অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন(iv) যদি নাবালকের বয়স ১০ বছর হয়, তবে তার নিজের নামেই অ্যাকাউন্ট খোলা যাবে
advertisement
5/5
আপনি যদি এমআইএস-এ ১০ লাখ টাকা জমা রাখলে ৭.৪ শতাংশ সুদের হিসেবে বছরে ৭৪০০০ টাকা সুদ পাবেন ৷ এই হিসেব অনুযায়ী, প্রতি মাসে আপনি পাবেন ৬১৬৬ টাকা ৷ ১০ লাখ টাকা জমা রাখতে হলে জয়েন্ট এমআইএস অ্যাকাউন্ট হতে হবে ৷ সিঙ্গল অ্যাকাউন্টে ৯ লাখ টাকার বেশি রাখতে পারবেন না ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Superhit Scheme: পোস্ট অফিসের MIS স্কিমে ১০ লাখ টাকা ডিপোজিট রাখলে প্রতি মাসে কত টাকা পাবেন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল