পোস্ট অফিসের RD স্কিমে ৩০৩০ টাকা জমা করলে ৬০ মাস পর কত রিটার্ন পাবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office Recurring Deposit: পোস্ট অফিস RD একটি সঞ্চয় প্রকল্প, যেখানে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। এই টাকায় নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় এবং মেয়াদ শেষে সুদ-সহ সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়।
advertisement
1/5

আর্থিক পরিকল্পনার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office RD)। যারা নিয়মিত সঞ্চয় করতে চান, অল্প অল্প টাকা জমিয়ে ভবিষ্যতে বড় অঙ্কের অর্থ হাতে পেতে চান, তাঁদের জন্য এটি একটি চমৎকার স্কিম ৷
advertisement
2/5
পোস্ট অফিস RD একটি সঞ্চয় প্রকল্প, যেখানে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। এই টাকায় নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় এবং মেয়াদ শেষে সুদ-সহ সম্পূর্ণ অর্থ একত্রে ফেরত দেওয়া হয়। এটি ৫ বছরের একটি স্কিম, যা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত।
advertisement
3/5
প্রতি মাসে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে ৩০৩০ টাকা জমা করলে ৬০ মাস পর কত টাকা রিটার্ন পাবেন ৷
advertisement
4/5
বর্তমানে পোস্ট অফিসের আরডি স্কিমে ৬.৭ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ কেউ যদি ৬০ মাসের জন্য ৩০৩০ টাকা প্রতি মাসে এই স্কিমে জমা করেন তাহলে ম্যাচিউরিটিতে আপনি পেয়ে যাবেন মোট ২,১৬,২৩৯ টাকা ৷
advertisement
5/5
হিসেব অনুযায়ী, ৫ বছরের জন্য আপনাকে মোট ১,৮১,৮০০ টাকা বিনিয়োগ করতে হবে এবং সুদ হিসেবে পেয়ে যাবেন ৩৪৪৩৯ টাকা ৷