স্ত্রীর সঙ্গে MIS না কি মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি? কোথায় মিলবে বেশি লাভ ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Small Savings Schemes: কোথায় মিলবে বেশি রিটার্ন ? দেখে নিন হিসেব -
advertisement
1/8

মধ্যবিত্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চান না। সরকারি স্কিমেই তাঁদের ভরসা। পোস্ট অফিসের বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে। ভাল রিটার্নও মেলে। এর মধ্যে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা অন্যতম। কিন্তু প্রশ্ন হল, কোন স্কিম বেশি লাভজনক?
advertisement
2/8
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম: মান্থলি ইনকাম স্কিমে সিঙ্গল অ্যাকাউন্টের পাশপাশি স্বামী-স্ত্রী যৌথ অ্যাকাউন্টও খুলতে পারেন। সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লাখ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। ২০২৩-এর ১ এপ্রিল থেকে এমআইএস স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
3/8
পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ ৫ বছর। ম্যাচিউরিটির পর আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানো যায়। বিনিয়োগকারী চাইলে টাকা তুলেও নিতে পারেন। এই স্কিমে প্রাপ্ত সুদ প্রতি মাসে গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে জমা হয়।
advertisement
4/8
ধরা যাক, যৌথ অ্যাকাউন্টে কেউ ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন। তাহলে তিনি প্রতি মাসে ৯২৫০ টাকা সুদ পাবেন। অর্থাৎ বছরে ১,১১,০০০ টাকা। আর যদি কেউ সিঙ্গল অ্যাকাউন্টে ৯ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতি মাসে ৫৫০ টাকা পাবেন।
advertisement
5/8
সুকন্যা সমৃদ্ধি যোজনা: কন্যা সন্তানের শিক্ষা এবং বিবাহের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম চালু করেছে কেন্দ্র সরকার। ন্যূনতম ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ১.৫ লাখ টাকা।
advertisement
6/8
এই স্কিমে ১৫ বছর বিনিয়োগ করতেই হবে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পর সুদ-সহ রিটার্ন পাবেন বিনিয়োগকারী। প্রসঙ্গত, সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে ৮.৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। শর্ত সাপেক্ষে অকাল প্রত্যাহারের সুবিধাও রয়েছে।
advertisement
7/8
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ট্যাক্স ছাড় পাওয়া যায়। করদাতা আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ডিডাকশন দাবি করতে পারেন। অর্জিত সুদও সম্পূর্ন করমুক্ত। এমনকী মেয়াদপূর্তিতে রিটার্নের উপরেও কোনও কর আরোপ করা হয় না।
advertisement
8/8
কোনটা লাভজনক: মান্থলি ইনকাম স্কিমে মূলধন সুরক্ষাই উদ্দেশ্য। যাঁরা বিনিয়োগ থেকে প্রতি মাসে আয় খুঁজছেন তাঁদের জন্য এটা আদর্শ। অন্য দিকে, কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য যারা বিনিয়োগ করতে চান, সুকন্যা সমৃদ্ধি যোজনায় তাঁরা ভাল মুনাফা করতে পারেন। তাই উদ্দেশ্য অনুযায়ী বিনিয়োগ বিকল্প বাছতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
স্ত্রীর সঙ্গে MIS না কি মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি? কোথায় মিলবে বেশি লাভ ?