পোস্ট অফিসের এই দূর্দান্ত স্কিমে কয়েক বছরেই টাকা হবে দ্বিগুণ! শুরু করুন মাত্র ১ হাজার টাকা দিয়ে
Last Updated:
advertisement
1/7

• পোস্ট অফিসের এই দারুণ স্কিমটির সম্পর্কে না জেনে থাকলে অবশ্যই তা ভাল করে জেনে নিন ৷ এই স্কিমে টাকা রাখলে তা দ্বিগুণ হয়ে যাবে ৷ তবে টাকা রাখার ন্যূনতম সীমা ১ হাজার টাকা ৷
advertisement
2/7
• এই স্কিমটির নাম কিষান বিকাশ পত্র বা KVP ৷ এটি একটি সার্টিফিকেট ৷ যে কেউ, দেশের যে কোনও প্রান্ত থেকে এই সার্টিফেকেটটি কিনতে পারেন ৷
advertisement
3/7
• এই স্কিমে ১ হাজার বা তার গুণিতক অর্থাৎ ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার...এভাবেই শুধুমাত্র টাকা রাখা যায় ৷ এক্ষেত্রে নিয়ম হল আপনি যা টাকা রাখবেন তা দ্বিগুন হয়ে যাবে ৷ ১ লাখ টাকা দিয়ে শুরু করলে তা ২ লাখ হবে ৷
advertisement
4/7
• ৯ বছর ১০ মাস বা ১১৮ মাস পর ৭.৭ শতাংশ বার্ষিক সুদের হারে ওই টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷
advertisement
5/7
• ওই স্কিম বেশি সময়ের জন্য করাই ভাল ৷ কম সময়ের জন্য বিনিয়োগ করলেও আড়াই বছরের কমে করা উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা ৷
advertisement
6/7
• এই স্কিম শুরু করতে হলে পোস্ট অফিসে জমা দিতে হবে ২টো পাসপোর্ট সাইজ ফোটো, রেশন কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্টের ফোটো কপি ৷
advertisement
7/7
• ইলেকট্রিক বিল বা টেলিফোন বিল বা ব্যাঙ্ক পাসবুকের ফোটোকপি ৷ যদি ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন তাহলে প্যান কার্ড, আধার কার্ডের ফোটোকপি জমা দিতে হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই দূর্দান্ত স্কিমে কয়েক বছরেই টাকা হবে দ্বিগুণ! শুরু করুন মাত্র ১ হাজার টাকা দিয়ে