জুনের শেষে হাজার হাজার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেবে PNB, আপনার অ্যাকাউন্ট আছে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যে সব অ্যাকাউন্ট দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, স্ক্যামাররা সেই সব অ্যাকাউন্টকে হাতিয়ার করেই প্রতারণা চালায়।
advertisement
1/6

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট আছে? তাহলে এই খবর গুরুত্বপূর্ণ। চলতি জুন মাসের মধ্যেই হাজার হাজার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেবে পিএনবি। ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সব অ্যাকাউন্টে গত ৩ বছরে কোনও লেনদেন হয়নি, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
advertisement
2/6
শুধু তাই নয়, গত তিন বছর ধরে যে সব অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স রয়েছে, সেই সব গ্রাহককেও নোটিস পাঠানো হয়েছে। জানানো হয়েছে, নোটিস পাঠানোর এক মাস পর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চাইলে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে গ্রাহককে।
advertisement
3/6
যে সব অ্যাকাউন্ট দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, স্ক্যামাররা সেই সব অ্যাকাউন্টকে হাতিয়ার করেই প্রতারণা চালায়। এই ধরনের প্রতারণা রুখতেই এই পদক্ষেপ নিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৪-এর ভিত্তিতে অ্যাকাউন্টের মেয়াদ গণনা করা হবে। গত ৩ বছর সক্রিয় অবস্থায় পাওয়া না গেলে ১ মাস পর সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
advertisement
4/6
সোজা কথায়, গত ৩ বছর যে সব অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়নি বা ব্যালেন্স শূন্য, সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তবে ব্যাঙ্ক ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করবে না। অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
advertisement
5/6
ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে বলেছে যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY), প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY), অটল পেনশন যোজনা (APY)-র মতো প্রকল্পগুলির জন্য যে সব অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেগুলো বন্ধ করা হবে না। পাশাপাশি মাইনর সেভিংস অ্যাকাউন্টও চালু থাকবে বলে জানানো হয়েছে।
advertisement
6/6
ব্যাঙ্কের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় এবং গ্রাহক সেই অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে চান, তাহলে ব্যাঙ্কের শাখায় গিয়ে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে। কেওয়াইসি ফর্মের পাশাপাশি গ্রাহককে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। এরপরে তাঁদের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জুনের শেষে হাজার হাজার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেবে PNB, আপনার অ্যাকাউন্ট আছে?