PNB FD Return Calculator: PNB-তে ২০০০ দিনের জন্য ৪ লাখ টাকার FD করছেন? ম্যাচিউরিটিতে কত রিটার্ন পাবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
PNB FD Return Calculator: বিনিয়োগের সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন মেলে। কষ্টের টাকা মার যাওয়ার কোনও ভয় নেই।
advertisement
1/7

ফিক্সড ডিপোজিটের কোনও বিকল্প নেই। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড থেকে বেশি রিটার্ন পাওয়া যায় বটে। কিন্তু ঝুঁকিও কম নয়। বাজার একটু এদিক থেকে ওদিক হলেই গেল। তখন লোকসান। হাত কামড়াতে হবে।
advertisement
2/7
সেদিক থেকে ফিক্সড ডিপোজিট নিরাপদ। বাজারের সঙ্গে কোন যোগ নেই। ফলে ঝুঁকিও নেই। বিনিয়োগের সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন মেলে। কষ্টের টাকা মার যাওয়ার কোনও ভয় নেই।
advertisement
3/7
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারেন গ্রাহক। মেয়াদ অনুযায়ী সুদের হার ভিন্ন। বর্তমানে ১৯৮৬ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদের ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে পিএনবি। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৩০ শতাংশ।
advertisement
4/7
৭ থেকে ৪৫ দিনের মধ্যে সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৪ শতাংশ এবং বিশেষ গ্রাহকদের জন্য ৪.৩ শতাংশ। ৪৬ থেকে ৯০ দিনের ক্ষেত্রে এই হার বেড়ে যথাক্রমে ৪.৫ শতাংশ, ৫ শতাংশ ও ৫.৩ শতাংশ হয়। ৯১ থেকে ১৭৯ দিনের জন্য সুদের হার ৫.৫ শতাংশ, ৬ শতাংশ ও ৬.৩ শতাংশ। ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদে ৬.২৫ শতাংশ, ৬.৭৫ শতাংশ ও ৭.০৫ শতাংশ, আর ২৭১ থেকে ২৯৯ দিনের ক্ষেত্রে ৬.৫ শতাংশ, ৭ শতাংশ ও ৭.৩ শতাংশ।
advertisement
5/7
৩০০ দিন মেয়াদে সুদের হার সবচেয়ে বেশি। সাধারণ গ্রাহকদের জন্য এই হার ৭.০৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৫৫ শতাংশ ও বিশেষ গ্রাহকদের জন্য ৭.৮৫ শতাংশ। ৩০৪ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সুদ ৬.৫ শতাংশ, ৭ শতাংশ ও ৭.৩ শতাংশ। ১ বছর বা ৩৯৯ দিনের জন্য সুদের হার ৬.৮ শতাংশ, ৭.৩ শতাংশ ও ৭.৬ শতাংশ হয়। ৪০০ দিনের জন্য এই হার বেড়ে হয় ৭.২৫ শতাংশ, ৭.৭৫ শতাংশ ও ৮.০৫ শতাংশ। ৫০৬ দিনের জন্য সুদ সামান্য কমে যথাক্রমে ৬.৭ শতাংশ, ৭.২ শতাংশ ও ৭.৫ শতাংশ হয়।
advertisement
6/7
এখন যদি কোনও ব্যক্তি ২ হাজার দিন মেয়াদে ৪ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত টাকা রিটার্ন পাবেন? ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর থেকে খুব সহজেই এই হিসেব করা যায়।
advertisement
7/7
এফডি ক্যালকুলেটর অনুযায়ী, ২ হাজার দিন মেয়াদে ৬.৫০ শতাংশ সুদের হারে ৪ লাখ টাকার বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে ৫,৬৯,৫০৪ টাকা রিটার্ন মিলবে। প্রবীণ নাগরিকরা আরও বেশি রিটার্ন পাবেন। কারণ সুদের হার বেশি। তাঁদের ক্ষেত্রে রিটার্ন দাঁড়াবে ৫,৯৪,৫৮১ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PNB FD Return Calculator: PNB-তে ২০০০ দিনের জন্য ৪ লাখ টাকার FD করছেন? ম্যাচিউরিটিতে কত রিটার্ন পাবেন দেখুন