PNB FD Rate: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৪০০ দিনের FD-তে ১০ লাখ টাকা বিনিয়োগ করছেন? কত রিটার্ন পাবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
PNB FD Rate: ৪০০ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমও রয়েছে পিএনবি-এর। এই স্কিমে সুদের হার সবচেয়ে বেশি।
advertisement
1/8

মধ্যবিত্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চান না। শেয়ার বাজার থেকে শতহস্ত দূরে থাকেন। মিউচুয়াল ফান্ডেও তাঁর ভরসা নেই। তাঁরা এমন বিনিয়োগ খোঁজেন যেখানে টাকা নিরাপদে থাকবে, সঙ্গে মিলবে ভাল রিটার্ন।
advertisement
2/8
এই দিক থেকে ফিক্সড ডিপোজিট আদর্শ। রিটার্ন নিয়ে চিন্তা করতে হয় না। বিনিয়োগ করার সময়ই সুদের হার সামনে থাকে। সেই অনুযায়ী মেয়াদ শেষে রিটার্ন গণনা করে নিতে পারেন বিনিয়োগকারী। বাজারের সঙ্গে যুক্ত না হওয়ায় নিশ্চিত রিটার্নের গ্যারান্টিও থাকে।
advertisement
3/8
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যায়। সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। তবে ৪০০ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমও রয়েছে পিএনবি-এর। এই স্কিমে সুদের হার সবচেয়ে বেশি।
advertisement
4/8
৪০০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ দেওয়া হয়। এই স্কিমে তাঁদের সুদের হার ৭.৭৫ শতাংশ। অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করলে মেয়াদ শেষে ভাল রিটার্ন মিলবে সেটা স্পষ্ট।
advertisement
5/8
এখন যদি ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে কেউ ১০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা হাতে পাবেন? ফিক্সড ডিপোজিটের রিটার্ন গণনা করার জন্য এফডি ক্যালকুলেটর রয়েছে। সেখান থেকেই এই হিসাব করা যায় সহজে।
advertisement
6/8
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, যদি একজন সাধারণ গ্রাহক ৪০০ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি ৮১,৩৪১ টাকা সুদ পাবেন। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে হাতে পাবেন ১০,৮১,৩৪১ টাকা।
advertisement
7/8
অন্য দিকে, যদি কোনও প্রবীণ নাগরিক এই স্কিমে বিনিয়োগ করেন, তাহলে তিনি আরও বেশি রিটার্ন পাবেন, কারণ সুদের হার বেশি। পিএনবি-এর ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৪০০ দিন মেয়াদে ১০ লাখ টাকা বিনিয়োগ করলে একজন প্রবীণ নাগরিক শুধু সুদ থেকে পাবেন ৮৭,১৭৩ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি ১০,৮৭,১৭৩ টাকা রিটার্ন পাবেন।
advertisement
8/8
প্রসঙ্গত, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৪০০ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। তবে নির্ধারিত সময়ের আগে টাকা তুলে নিলে জরিমানা দিতে হবে। পাশাপাশি মাথায় রাখতে হবে, এক অর্থবর্ষে অর্জিত সুদ যদি ৪০ হাজার টাকার বেশি হয়, তাহলে টিডিএস কাটবে ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার ৫০ হাজার টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PNB FD Rate: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৪০০ দিনের FD-তে ১০ লাখ টাকা বিনিয়োগ করছেন? কত রিটার্ন পাবেন দেখুন