PM Svanidhi Yojana: এই সরকারি প্রকল্পে কোনও গ্যারান্টি ছাড়াই ১০ হাজার টাকা সঙ্গে Cashback ও Subsidy
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
PM Svanidhi Yojana: বড় ধামাকা নিম্নবিত্ত মানুষদের জন্য
advertisement
1/9

করোনা ভাইরাসের (Coronavirus Third Wave) ফলে সরা বিশ্বে আর্থিক মন্দা মাথাচাড়া দিযে দাঁড়িয়েছে ৷ এরফলে বিশেষত ছোট কারবারিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
মূলত অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতে এই যোজনা শুরু হয়েছে ৷ এই যোজনার নাম প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana) অন্তর্গত যাঁরা রাস্তায় ছোটখাট কারবার করেন তাঁদের অত্যন্ত সহজেই ১০,০০০ টাকা অতি সহজ শর্তে ঋণ দেবে কেন্দ্র ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এখনও পর্যন্ত এই যোজনার সঙ্গে সংযুক্ত হয়েছেন বহু মানুষ ৷ ১ জুন ২০২০ সালে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana) শুভ সূচনা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এই যোজনার অন্তর্গত ফুটপাতে যাঁরা ছোটখাট কারবার করেন তাঁদের সহজ সরল শর্তে ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেবে কেননা করোনা সংকটের ফলে আর্থিক ভাবে যাঁরা দুর্বল হয়ে পড়েছে তাঁদেরই আর্থিক দৃঢ়তা প্রদান করার জন্যই এমন স্কিমের প্রচলন করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
মার্চ ২০২২ পর্যন্ত অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁদের মত ৫০ লক্ষেরও বেশি মানুষদের হাতে এই সুবিধা তুলে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তবে এই ঋণের জন্য কোনও গ্যারান্টি নেওয়া হয়না ৷
advertisement
7/9
প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের (PM Svanidhi Yojana) বিশেষত্ব এটাই যে এই প্রকল্পের জন্য সবাই আবেদন করতেন পারবেন তাঁরাই যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন বা অস্থায়ী রূপে কাজ করেন তাঁরাই আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
মূলত যাঁরা ফলমূল (Fruits Vendor), শাক সবজি (Vegetable Vendor), ডিম (Egg Vendor), রুটি (Bread Vendor), জামা কাপড় (Garment Seller) ইত্যাদি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি (Sales door to door) করেন ৷ অথবা নাপিত (Barber), মুচি, পানের দোকান বা লন্ড্রির মত সেবার সঙ্গে যুক্ত আছেন ৷ তাঁরাও আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
ইচ্ছুক ব্যক্তিরা যাঁরা ঋণ নিতে চান তাঁরা https://pmsvanidhi.mohua.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন ৷ বা নিকটবর্তী সিএএসিতে গিয়ে আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Svanidhi Yojana: এই সরকারি প্রকল্পে কোনও গ্যারান্টি ছাড়াই ১০ হাজার টাকা সঙ্গে Cashback ও Subsidy