PM KISAN: এই ID ছাড়া মিলবে না PM Kisan যোজনার সুবিধা ! জেনে নিন রেজিস্ট্রেশনের নয়া নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan Yojana: সরকার রাজ্যগুলোর সঙ্গে মিলে একটি ডিজিটাল কৃষক ডেটাবেস তৈরি করছে। এই ডেটাবেসে আপনার জমি, চাষের তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ ডিজিটালভাবে সংযুক্ত করা হবে।
advertisement
1/8

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) যোজনার ২০তম কিস্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ২,০০০ টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে পাঠানো হয়েছে। তবে এখন নতুন কৃষকদের জন্য নিয়ম আরও কঠোর করা হয়েছে।
advertisement
2/8
যাঁরা পিএম কিষান যোজনায় নতুন করে রেজিস্ট্রেশন করবেন তাঁদের ক্ষেত্রে কিষান আইডি থাকা বাধ্যতামূলক ৷ নতুন এই নিয়ম ১৪টি রাজ্য লাগু করা হয়েছে ৷
advertisement
3/8
কেন চালু করা হল কৃষক আইডি-র নিয়ম?সরকারের উদ্দেশ্য হল, এই যোজনার সুবিধা যেন কেবল প্রকৃত কৃষকরাই পান ৷ ভুয়ো রেজিস্ট্রেশন করা ব্যাক্তি বা দালালরা নয়। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, কৃষক না হয়েও কিছু লোক ভুয়ো নথিপত্র দেখিয়ে এই যোজনার টাকা তুলে নিয়েছেন। কৃষক আইডি বাধ্যতামূলক করলে এই ধরনের প্রতারণা বন্ধ করা সম্ভব হবে।
advertisement
4/8
পিএম কিষান যোজনার অর্থ কি বাড়বে?কিছু মানুষের আশা ছিল যে ৬,০০০ টাকার অনুদানের পরিমাণ বাড়তে পারে, কিন্তু কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর লোকসভায় জানিয়েছেন যে, আপাতত সরকারের এমন কোনও চিন্তাভাবনা নেই। অর্থাৎ, টাকার অঙ্ক একই থাকবে, তবে এখন থেকে নথিপত্র যাচাই আরও কঠোরভাবে করা হবে।
advertisement
5/8
কৃষক আইডি কীভাবে তৈরি করবেন?সরকার রাজ্যগুলোর সঙ্গে মিলে একটি ডিজিটাল কৃষক ডেটাবেস তৈরি করছে। এই ডেটাবেসে আপনার জমি, চাষের তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ ডিজিটালভাবে সংযুক্ত করা হবে।
advertisement
6/8
কৃষক আইডি তৈরি করতে, আপনি আপনার স্থানীয় কৃষি অফিস বা কমন সার্ভিস সেন্টার (CSC)-এ গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন। সঙ্গে নিয়ে যেতে হবে কিছু জরুরি নথি—যেমন, আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাঙ্কের তথ্য।
advertisement
7/8
কীভাবে রেজিস্ট্রেশন করাবেন ?সেল্ফ রেজিস্ট্রেশন করার সুবিধা রয়েছে ৷CSC সেন্টারে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে ৷
advertisement
8/8
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) যোজনা ২০১৯ সালে চালু করা হয়েছিল। এর মূল লক্ষ্য হল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রতি বছর কৃষকদের ৬,০০০ টাকা তিনটি কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM KISAN: এই ID ছাড়া মিলবে না PM Kisan যোজনার সুবিধা ! জেনে নিন রেজিস্ট্রেশনের নয়া নিয়ম