TRENDING:

PM Kisan: পিএম কিষান যোজনার টাকা কি বাড়বে ? কী জানাল সরকার ?

Last Updated:
PM Kisan: ২১তম কিস্তির আগেই প্রশ্ন উঠেছে—পিএম কিষান যোজনার টাকা কি বাড়বে?
advertisement
1/6
PM Kisan যোজনার টাকা কি বাড়বে ? কী জানাল সরকার ?
সম্প্রতি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা ৷ দীর্ঘ অপেক্ষার পর ২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে ২০তম কিস্তির টাকা জারি করেছেন । ২০তম কিস্তির পর এবার ২১তম কিস্তির জন্য অপেক্ষা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা পরিমাণ বাড়ানো নিয়েও আলোচনার সূত্রপাত হয়েছিল। এই প্রসঙ্গে সরকার সংসদে উত্তর দিয়েছে।
advertisement
2/6
২১তম কিস্তিতে কি বাড়তে চলেছে কিষান সম্মান নিধির টাকা?সরকার লোকসভায় স্পষ্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) যোজনার আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এই যোজনার মাধ্যমে এখন পর্যন্ত কৃষকদের মোট ২০টি কিস্তির মাধ্যমে ৩.৯ লক্ষ কোটি টাকার বেশি অর্থ প্রদান করা হয়েছে।
advertisement
3/6
সরকারের উত্তরে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, আপাতত প্রধানমন্ত্রী কিষান যোজনার অর্থের পরিমাণ বৃদ্ধি করা হবে না।২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই যোজনায়, কৃষকদের চাষাবাদের প্রয়োজন মেটাতে সরকার তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
advertisement
4/6
৯.৭ কোটি উপযুক্ত কৃষকের অ্যাকাউন্টে ২০,৫০০ কোটি টাকা ট্রান্সফার-সরকার এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান যোজনার (PM Kisan Yojana) ২০টি কিস্তি জারি করেছে। সাধারণত সরকার প্রতি ৪ মাস অন্তর কিস্তির টাকা জারি করা হয়ে থাকে ।
advertisement
5/6
২০তম কিস্তির টাকা জুনে জারি হওয়ার কথা ছিল, কিন্তু তা অগাস্টে জারি হয়েছে। সেই হিসেবে, ২১তম কিস্তি অক্টোবর বা নভেম্বর মাসে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে এখন দেখার বিষয়, সরকার পরবর্তী কিস্তি ঠিক কবে জারি করবে ।
advertisement
6/6
২০তম কিস্তিতে সরকার ৯.৭ কোটি উপযুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০,৫০০ কোটি টাকা ট্রান্সফার করেছে। প্রতি সুবিধাভোগীকে ২ হাজার টাকা করে পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষান যোজনার টাকা কি বাড়বে ? কী জানাল সরকার ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল