TRENDING:

PM Kisan: কবে মিলবে পিএম কিষান যোজনার টাকা ?

Last Updated:
PM Kisan: পিএম কিষান যোজনার ২০তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের লক্ষ লক্ষ কৃষক। কবে সেই টাকা জমা পড়বে ব্যাঙ্কে, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। দেখে নিন সম্ভাব্য তারিখ এবং কীভাবে স্টেটাস চেক করবেন অনলাইনে।
advertisement
1/6
PM Kisan: কবে মিলবে পিএম কিষান যোজনার টাকা ?
কবে মিলবে পিএম কিষান যোজনার ২০ তম কিস্তির টাকা ? এখন এই একটাই প্রশ্ন দেশের কোটি কোটি কৃষকদের মাথায় ঘুরছে ৷ এর আগে ১৯ তম কিস্তির টাকার সরকার ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করেছিল কৃষকদের অ্যাকাউন্টে ৷ সাধারণত প্রতি চার মাস অন্তর এই টাকা জারি করে থাকেন কেন্দ্রীয় সরকার ৷ সেই হিসেব অনুযায়ী, জুলাই মাসেই কিস্তির টাকা আসবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
2/6
আপনার নাম কি সুবিধাভোগীদের লিস্টে রয়েছে ? কীভাবে চেক করবেন দেখে নিন-
advertisement
3/6
১. সরকারি PM-Kisan পোর্টালে ভিজিট করুন: https://pmkisan.gov.in২. হোমপেজে কিছুটা নীচে স্ক্রোল করার পর FARMERS CORNER বিভাগে গিয়ে ‘Beneficiary List’ অপশনে ক্লিক করুন।৩. এরপর আপনার রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করুন।৪. তারপর ‘Get Report’ ক্লিক করুন। এতে আপনার গ্রামের উপভোক্তাদের তালিকা দেখতে পারবেন।
advertisement
4/6
কবে মিলবে আগামী কিস্তির টাকা ?অনুমান করা হচ্ছে চলতি মাসেই পিএম কিষান যোজনার ২০ তম কিস্তির টাকার জারি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এখনও সরকারি ভাবে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি ৷
advertisement
5/6
২০তম কিস্তির টাকা কেন দেরি হচ্ছে?PM কিষান প্রকল্পের কিস্তি সাধারণত ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবরে আসে দেওয়া হয় । অনেকেই ভেবেছিলেন এবারও একই সময়সূচি অনুসরণ করা হবে। তবে এবার ২০তম কিস্তির ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে, কারণ এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
advertisement
6/6
PM কিষান প্রকল্প কী?২০১৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের অন্তর্বর্তী বাজেটে পিএম কিষান সম্মান নিধি যোজনা চালু করেছিল । বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম DBT (Direct Benefit Transfer) প্রকল্পএই প্রকল্পের অধীনে উপযুক্ত কৃষকদের প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়, অর্থাৎ বছরে মোট ৬,০০০ টাকা। তিনটি কিস্তি— এপ্রিল-জুলাই, আগস্ট-নভেম্বর, এবং ডিসেম্বর-মার্চে এই টাকা দেওয়া হয় ।এই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কবে মিলবে পিএম কিষান যোজনার টাকা ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল