PM Kisan: এই ৫ ভুল করেননি তো? না হলে পাবেন না আগামী কিস্তির টাকা, দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana: কীভাবে চেক করবেন আপনার স্টেটাস-
advertisement
1/8

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Scheme) ১৫টি কিস্তির টাকা এখন পর্যন্ত কৃষকরা পেয়েছেন ৷ এখন আগামী কিস্তি অর্থাৎ ১৬ তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷ তবে পিএম কিষান যোজনার দুর্নীতি রুখতে সম্প্রতি কেন্দ্রের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ যার জেরে এখন পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে ৷
advertisement
2/8
পিএম কিষান যোজনায় (PM Kisan Yojana) নথিভুক্ত করানোর সময় কোনও ভুল তথ্য দিয়ে থাকলে যেমন ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া, আধার লিঙ্ক না থাকলে বা ই-কেওয়াইসি না করা থাকলে আগামী কিস্তির টাকা আটকে যেতে পারে ৷ ফলে আপনার ই-কেওয়াইসি না করা থাকলে শীঘ্রই করিয়ে নিন ৷ পাশাপাশি চেক করে নিন আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক আছে না নেই ৷
advertisement
3/8
কীভাবে চেক করবেন আপনার স্টেটাস-
advertisement
4/8
পিএম কিষানের ওয়েবসাইটে pmkisan.gov.in আপনার স্টেটাস চেক করতে পারবেন ৷ এখানে গিয়ে চেক করতে পারবেন যে কতগুলো কিস্তির টাকা পেয়েছেন, আপনার আধার অথেন্টিকেশন হয়েছে না হয়নি ৷ পাশাপাশি আপনার কেওয়াইসি, পিএফএফএস স্টেটাস, ল্যান্ড সিডিং, আধার সিডিংয়ের বিষয়েও জানতে পারবেন ৷
advertisement
5/8
স্টেটাস চেক করার জন্য pmkisan.gov.in ওয়েবসাইটে ফার্মার কর্নারে ক্লিক করতে হবে ৷ এরপর বেনিফিশিয়ারি স্টাসে ক্লিক করে নিজের আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বরের অপশন আসবে ৷ এর মধ্যে যে কোনও একটি দিয়ে ক্যাপচা কোড দিয়ে গেট ডেটায় ক্লিক করতে হবে ৷ তাহলেই আপনি আপনার কিস্তির সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷
advertisement
6/8
এই ভাবে ঠিক করুন আধার নম্বর- আপনার আধার কার্ডে নাম ভুল থাকলে সেটা ঠিক করার জন্য ওয়েবসাইটে pmkisan.gov.in-এ যেতে হবে ৷ এখানে ফার্মার কর্নারে ক্লিক করে আধার এডিটে ক্লিক করতে হবে ৷ আপনার আধার নম্বর ও ক্যাপচা দিয়ে সমস্ত তথ্য জেনে নিন ৷ কোনও তথ্য ভুল থাকলে সেটা ঠিক করে নিন ৷
advertisement
7/8
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এই ভাবে ঠিক করুন- অনলাইনে ব্যাঙ্ক ডিটেল ঠিক করা যাবে না ৷ আপনার ব্যাঙ্ক ডিটেলে কোনও ভুল থাকলে ঠিক করার জন্য কৃষি বিভাগের কার্যালয়ে যোগাযোগ করতে হবে ৷ কার্যালয়ে গিয়ে আপনি ঠিক করতে পারবেন ৷
advertisement
8/8
স্টেটাস দেখার সময় যদি জানতে পারেন যে আপনার নাম লিস্টে ছিল অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি তাহলে সেক্ষেত্রে হেল্পলাইন ডেস্কের সাহায্য নিতে পারেন ৷ টোল ফ্রিন নম্বর 011-24300606 বা হেল্পলাইন নম্বর 155261 কল করার পাশাপাশি আপনি pmkisan-ict@gov.in ইমেল আইডি-তে আপনার সমস্যায় জানাতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই ৫ ভুল করেননি তো? না হলে পাবেন না আগামী কিস্তির টাকা, দেখে নিন