PM Kisan Samman Nidhi Yojana: কৃষকদের জন্য বড় খবর! মোদি সরকারের পক্ষ থেকে বিরাট স্বস্তি, এই দিনেই মধ্যে eKYC জমা দিতে হবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত লভ্যার্থীদের জন্য বড় খবর
advertisement
1/9

পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একাদশতম কিস্তির অপেক্ষায় ২ কোটি ৫৩ লক্ষর থেকেও বেশি কর্মীরা ৷ তাঁদের জন্য অত্যন্ত স্বস্তির খবর ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার লভ্যার্থীদের eKYC-এর ডেটলাইন বৃদ্ধি করা হয়েছে ৷ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Portal) সরকারি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের অন্তর্গত কৃষকেরা ৩১ মে ২০২২ পর্যন্ত eKYC জমা দিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
প্রথমে eKYC জমা দেওয়ার দিনক্ষণ বৃদ্ধি করে ৩১ মে ২০২২ পর্যন্ত ধার্য করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার লাভ পেতে গেলে eKYC জমা দিতে হবেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এই যোজনার অন্তর্গত লভ্যার্থীরা বছরে ৩টি কিস্তির মাধ্যমে ৬,০০০ টাকা করে পেয়ে থাকেন ৷ অর্থাৎ প্রতি কিস্তির জন্য তাঁরা ২,০০০ টাকা করে পান ৷ এখনও পর্যন্ত দশম কিস্তির টাকা লভ্যার্থীরা পেয়ে গিয়েছেন কিন্তু দশম কিস্তির টাকা তাঁরা এখনও পাননি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
কৃষকেরা ঘরে বসে ই-কেওয়াইসি জমা দিয়ে নিজের অ্যাকাউন্ট আজই আপডেট করে নিন ৷ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার হোম পেজে গিয়ে eKYC অপশনে গিয়ে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
একই সঙ্গে ক্যাপচা কোড লিখে সার্চ করতে হবে ৷ একই সঙ্গে আধার নম্বরের সঙ্গে সঙ্গে মোবাইল নম্বরও নথিভুক্ত করাতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এরপরে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে তার জন্য আধার লিঙ্ক আপডেট করতে হবে, জানতে হবে সমস্ত তথ্য বিস্তারিত ভাবেই ৷ সিএনপিসি সেন্টারে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
কীভাবে চেক করবেন আপনার নাম? সর্বপ্রথম https://pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ তারপরেই হোমপেজে Farmers Corner থাকবে তাতে ক্লিক করলে Beneficiaries List আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
তারপরে সেই তালিকায় উপভোক্তার নাম, ঠিকানা, রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷ তারপরে 'Get Report'-এ ক্লিক করুন ৷ এরপরে লভ্যার্থীদের সম্পূর্ণ তালিকা সামনে আসবে ৷ সেখান থেকেই নিজের নাম পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan Samman Nidhi Yojana: কৃষকদের জন্য বড় খবর! মোদি সরকারের পক্ষ থেকে বিরাট স্বস্তি, এই দিনেই মধ্যে eKYC জমা দিতে হবে