TRENDING:

PM Jandhan Account: Modi সরকারের নির্দেশ! এ'মাসেই সারতে হবে গুরুত্বপূর্ণ কাজটি! নইলে হাতছাড়া ১.৩০ লক্ষ টাকার বিরাট সুবিধা

Last Updated:
PM Jandhan Account: প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের বিশাল সুবিধা পেতে গেলে আধার লিঙ্ক করতে হবে
advertisement
1/11
এ'মাসেই সারতে হবে গুরুত্বপূর্ণ কাজটি! নইলে হাতছাড়া ১.৩০ লক্ষ টাকার বিরাট সুবিধা
জনধন অ্যাকাউন্ট (PM Jandhan Account) থাকলে অত্যন্ত জরুরি তথ্য ৷ কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা (Central Government Circular) জারি করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
নির্দেশ (Modi Governments' Directive) না মানলে ১ লক্ষ ৩০ হাজার টাকার ভারী ক্ষতি হতে পারে ৷ আসলে কেন্দ্রের নির্দেশ জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (Link Aadhaar to Jandhan Account) করাতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রকল্প প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট (Pradhan Mantri Jandhan Account) ৷ যাঁদের এই অ্যাকাউন্ট আছে তাঁরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকেন ৷ ১ লক্ষ টাকার দুর্ঘটনার বিমার সুবিধা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করলে এই সুবিধা পাওয়া যাবেনা মোটেই ৷ একই সঙ্গে এই অ্যাকাউন্টের সঙ্গে ৩০,০০০ টাকার দুর্ঘটনায় মৃত্যু হলে বিমা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এই সমস্ত কিছুই পাওয়া যাবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
কীভাবে আধার লিঙ্ক করা যাবে? সরাসরি ব্যাঙ্কে গিয়ে আধার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে ৷ আধার কার্ড ও পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি জমা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
এমন অনেক ব্যাঙ্ক যেখানে মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা সম্ভব ৷ যেমন ভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকেরা রেজিস্টার্ড ফোন নম্বর থেকে মেসেজ করতে পারেন UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 567676 এই নম্বরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
মনে রাখতে হবে ব্যাঙ্কে দেওয়া মোবাইল নম্বর ও আধারের সঙ্গে যে মোবাইল নম্বর সংযুক্ত আছে আলাদা হলে লিহ্ক হবেনা ৷ এছাড়াও নিকটবর্তী এটিএমে গিয়ে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
এই কারণে বেশ কিছু নথি আবশ্যিক ৷ যেমন আধার কার্ড (Aadhaar Card), পাসপোর্ট (Passport), ড্রাইভিং লাইসেন্স (Driving License), প্যান কার্ড (Pan Card), ভোটার কার্ড (Voter Card), NREGA জবকার্ড (Job Card), অথোরাইজেশন লেটার (Authorisation Letter), যেখানে নাম (Name), ঠিকানা (Address), আধার নম্বর (Aadhaar Card) লেখা থাকতে হবে, গেজেটেড অফিসারকে দিয়ে সই ও অ্যাটেস্টেড (Signature and Attested) করা থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে গ্রাহকেরা ৫,০০০ টাকার ওভারড্রাফ্টের সুবিধা পাবেন ৷ এই ওভারড্রাফ্টের (Over Draft) সুবিধা পেতে গেলে গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
PMJDY অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (Aadhaar Link) থাকতেই হবে ৷ এই উদ্দেশ্যেই এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৷ সন্তানের বয়স ১০ বছরের হলে তার নামেও খোলা যাবে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Jandhan Account: Modi সরকারের নির্দেশ! এ'মাসেই সারতে হবে গুরুত্বপূর্ণ কাজটি! নইলে হাতছাড়া ১.৩০ লক্ষ টাকার বিরাট সুবিধা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল