যে ৫০০ টাকার নোটে সবুজ লাইন গভর্নরের স্বাক্ষরের কাছে নেই, তা কি বৈধ নয়? কী বলছে RBI ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আলোচনায় ৫০০ টাকার নোট, গুজবের কেন্দ্রে ৫০০ টাকার নোট। প্রশ্ন উঠছে কিছু ৫০০ টাকার নোটের বৈধতার বিষয়ে।
advertisement
1/9

২০০০ টাকার নোটবন্দির এই বাজারে এবার নিশানায় ৫০০ টাকার নোট। স্পষ্ট করে বললে আলোচনায় ৫০০ টাকার নোট, গুজবের কেন্দ্রে ৫০০ টাকার নোট। প্রশ্ন উঠছে কিছু ৫০০ টাকার নোটের বৈধতার বিষয়ে। আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে নোটের ডিজাইনের বিষয়।
advertisement
2/9
একথা আমরা সকলেই জানি যে সরকার যখন কোনও নোট তৈরি করে, তখন নানা দিক ভেবেচিন্তে তার ডিজাইন করা হয়। মুখ্য উদ্দেশ্য এর সেই নোটকে নকল হওয়ার হাত থেকে বাঁচিয়ে জনস্বার্থ তথা অর্থনীতির সুরক্ষা।
advertisement
3/9
কিন্তু বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা ছড়িয়ে পড়েছে একটু একটু করে, তা এই উভয়বিধ স্বার্থে প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। বলা হচ্ছে যে বাজারে দুরকমের ডিজাইনের ৫০০ টাকার নোট দেখা যাচ্ছে।
advertisement
4/9
বিষয়টা আরও একটু স্পষ্ট করা যাক। ৫০০ টাকার নোট নিয়ে এই যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নোটে অবস্থিত একটা সবুজ লাইনকে ঘিরে। এই সবুজ রেখা কোথায় থাকা উচিত?
advertisement
5/9
গভর্নরের স্বাক্ষরের কাছে? না কি মহাত্মা গান্ধির ছবির কাছে? সোশ্যাল মিডিয়ার দাবি, সবুজ লাইন যদি গভর্নরের স্বাক্ষরের কাছে না থেকে মহত্মা গান্ধির ছবির কাছে থাকে, তাহলে সেই ৫০০ টাকার নোট বৈধ নয়, তা নেওয়া উচিত হবে না।
advertisement
6/9
স্বাভাবিক ভাবেই এ হেন স্পর্শকাতর এক বিষয়ের উত্থাপনে নড়ে-চড়ে বসতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে আরবিআই। জনস্বার্থে এই নিয়ে প্রেস ইফরমেশন ব্যুরো, সংক্ষেপে পিআইবি-র তরফ থেকে তাদের ফ্যাক্ট চেক সিরিজে একটি ট্যুইটও করা হয়েছে।
advertisement
7/9
সেই ট্যুইটে সাফ জানানো হয়েছে যে জনতার বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই, দুই রকমের ৫০০ টাকার নোটই বৈধ।
advertisement
8/9
পাশাপাশি, ৫০০ টাকার নোট নিয়ে আরও একটি গুজবে ইতি টেনেছে আরবিআই। মনোরঞ্জন রায় রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে প্রশ্ন তুলেছিলেন যে টাঁকশাল থেকে ৮৮১০.৬৫ মিলিয়ন ৫০০ টাকার নোট উধাও।
advertisement
9/9
এই বিষয়েও সত্য প্রকাশ্য এনেছে আরবিআই, জানিয়েছে যে এরকম কোনও ঘটনা ঘটেনি, টাঁকশালে ৫০০ টাকার নোট এবং অর্থনীতি সম্পূর্ণ সুরক্ষিতই আছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
যে ৫০০ টাকার নোটে সবুজ লাইন গভর্নরের স্বাক্ষরের কাছে নেই, তা কি বৈধ নয়? কী বলছে RBI ?