Fact Check PIB: মার্চ মাস থেকেই চলবে না ৫০০ টাকার নোট! খবর ছড়িয়ে পড়ার পরেই ফ্যাক্ট চেক করে কী জানাল কেন্দ্রীয় সংস্থা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল যে ৫০০ টাকার নোট আগামী মার্চ মাস থেকে বন্ধ করতে চলেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু, এই বিষয়ে স্পষ্ট বিবৃতি জারি করল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি।
advertisement
1/5

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল যে ৫০০ টাকার নোট আগামী মার্চ মাস থেকে বন্ধ করতে চলেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু, এই বিষয়ে স্পষ্ট বিবৃতি জারি করল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপ্রাসঙ্গিক।
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বহু পোস্ট সামনে আসার পরেই পিআইবির ফ্যাক্ট চেকিং বিভাগের পক্ষ থেকে জানানো হয় কেন্দ্রের পক্ষ থেকে এই ধরনের কোনও বিবৃতি জারি করা হয়নি। ৫০০ টাকার নোট বন্ধ করার পরিকল্পনা আপাতত নেই কেন্দ্রের।
advertisement
3/5
এই প্রসঙ্গে পিআইবির পক্ষ থেকে এক্সের একটি পোস্টে জানানো হয়, "বেশ কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ৫০০ টাকার নোট মার্চ মাস থেকে বন্ধ করার ঘোষণা করেছে। আমরা ফ্যাক্ট পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে জেনেছি গোটা বিষয়টিই সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের কোনও বিবৃতি আরবিআই করে নি।"
advertisement
4/5
এই কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, ৫০০ টাকার নোট ব্যবহারে কোনও সমস্যা নেই। আর কোনও ধরনের লেনদেনেও সমস্যা হবে না।
advertisement
5/5
এর আগেও কেন্দ্রকে এই ধরনের ভুয়ো খবর বন্ধ করতে আসরে নামতে হয়েছিল। গত বছর জুন মাসেও ভুয়ো খবর ছড়িয়ে পড়ে, যে আগামী বছর মার্চ অর্থাৎ ২০২৬ সালের মার্চ থেকে বন্ধ হয়ে যাবে ৫০০ টাকার নোট। সেবারেও কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই ধরনের তথ্য সবটাই ভুয়ো।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Fact Check PIB: মার্চ মাস থেকেই চলবে না ৫০০ টাকার নোট! খবর ছড়িয়ে পড়ার পরেই ফ্যাক্ট চেক করে কী জানাল কেন্দ্রীয় সংস্থা?