TRENDING:

Petrol Diesel Price Today : IOCL প্রকাশ করল পেট্রোল-ডিজেলের আজকের দাম, দেশভর লিটার পিছু পেট্রোপণ্যের মূল্য...

Last Updated:
পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ।
advertisement
1/10
IOCL প্রকাশ করল পেট্রোল-ডিজেলের আজকের দাম, দেশভর লিটার পিছু পেট্রোপণ্যের মূল্য
পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। ইতিমধ্যেই কোন শহরে তেলের দাম কত, তা জানিয়ে দিয়েছে তেল সংস্থাগুলি। সেই তালিকা দেখে জানা যাচ্ছে, দামের কোনও বদল হয়নি। শেষ দাম বদলেছিল ৫ সেপ্টেম্বর। রবিবার দেশে পেট্রোল-ডিজেল (Petrol-Diesel Price)-র দাম একই রয়েছে। টানা ১৪ দিন ধরে এমন হল। মানে দাম অপরিবর্তনীয়।
advertisement
2/10
শেষ দাম বদলেছিল ৫ সেপ্টেম্বর। রবিবার দেশে পেট্রোল-ডিজেল (Petrol-Diesel Price)-র দাম একই রয়েছে। টানা ১৪ দিন ধরে এমন হল। মানে দাম অপরিবর্তনীয়।
advertisement
3/10
ভারতে জ্বালানির (Fuel Price) দাম পৌঁছেছে রেকর্ডে। এদিন পেট্রোল-ডিজেল-এর দামে (Petrol Diesel Price Today) কোনও বদল না এলেও তা রেকর্ড ছুঁয়েছে। পেট্রোল-ডিজেলকে (Petrol Diesel Price) জিএসটির আওতায় আনার প্রস্তাব দেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা করা হয়নি। প্রতীকী ছবি ৷
advertisement
4/10
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) জি এস টি কাউন্সিলের (GST council) বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন এক্ষুনি জিএসটি (GST Council) বসানোর সময় আসেনি পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) মূল্যের ক্ষেত্রে। আর তাই আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেল (Petrol-Diesel Price)-এর দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে ভারতেও। দেশেও জ্বালানির দাম বেড়ে যেতে পারে।
advertisement
5/10
কোথায় কত দাম : দিল্লি : দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানাচ্ছে, রাজধানী দিল্লিতে টানা ১৩ দিন পেট্রোল এবং ডিজেলের দাম ১০১.১৯ টাকা এবং ৮৮.৬২ টাকা প্রতি লিটার রয়েছে।
advertisement
6/10
মুম্বই : চার মেট্রো শহরের মধ্যে দাম সবথেকে বেশি মুম্বইয়ে। সেখানে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেল (Petrol-Diesel Price)-এর দাম হল ১০৭.২৬ এবং ৯৬.১৯ টাকা। কারণে দেশের বিভিন্ন জায়গায় জ্বালানির দামে তারতম্য আসে।
advertisement
7/10
কলকাতা : কলকাতায় এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৬২ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৭১ পয়সা। চেন্নাইয়ে সেই দাম ৯৮.৯৬ এবং ৯৩.৬২ টাকা প্রতি লিটার।
advertisement
8/10
দাম কমেছে ৩০ পয়সা : দেখা যাচ্ছে, চলতি মাসে দু'বার দাম কমেছে পেট্রোল এবং ডিজেলে (Petrol-Diesel Price)-এর। মাসে প্রথম দিনে মানে ১ সেপ্টেম্বর দাম কমানো হয়েছিল। তখন পেট্রোল আর ডিজেলের দাম ১৫ পয়সা করে কমেছিল। আর তার দিন চারেক পর ফের দাম কমেছিল। তখনও একই হারে দাম কমেছিল। মানে পেট্রোল এবং ডিজেলের দাম ১৫ পয়সা করে কমেছিল।
advertisement
9/10
তারপর একই অবস্থা। সেই দামই রয়েছে। মানে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price)-এ আর কোনও পরিবর্তন হয়নি। দাম বাড়ে-কমেনি।
advertisement
10/10
এসএমএসে জানুন দাম পেট্রোল এবং ডিজেলের দাম কত, তা জেনে নিন এসএমএসের সাহায্যে। তা আপনি যে শহরেরই বাসিন্দা হোন না কেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price Today : IOCL প্রকাশ করল পেট্রোল-ডিজেলের আজকের দাম, দেশভর লিটার পিছু পেট্রোপণ্যের মূল্য...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল