Petrol Diesel Price: রাত পোহালেই বাড়বে দাম? আজই নিলে কলকাতায় কত পেট্রোল-ডিজেল? জানুন রেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Price: রাজধানী দিল্লি-সহ বেশ কিছু বড় শহর ও মেট্রো সিটিতে দাম অপরিবর্তিত থাকলেও নয়া তালিকায় দাম বদলেছে দেশের বেশ কিছু শহরে। দেখে নেওয়া যাক আজ রাতের মধ্য়েই নিলে কলকাতা-সহ সারা দেশে কত দামে পেট্রোল-ডিজেল কিনতে পারবেন আপনি?
advertisement
1/12

তেল কোম্পানিগুলি ফের ঘোষণা করেছে পেট্রোল-ডিজেলের নয়া রেট। রাজধানী দিল্লি-সহ বেশ কিছু বড় শহর ও মেট্রো সিটিতে দাম অপরিবর্তিত থাকলেও নয়া তালিকায় দাম বদলেছে দেশের বেশ কিছু শহরে। দেখে নেওয়া যাক আজ রাতের মধ্য়েই নিলে কলকাতা-সহ সারা দেশে কত দামে পেট্রোল-ডিজেল কিনতে পারবেন আপনি?
advertisement
2/12
দুর্গাপুজো, দীপাবলি শেষেই ফের কী বাড়ছে পেট্রল ডিজেলের দাম? নাকি কমবে পেট্রোপণ্যের মূল্য? উৎসবের মরশুমে আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের রেট কত? জেনে নেওয়া যাক নয়া তালিকা মিলিয়ে।
advertisement
3/12
রেট চার্টে দেখা যাচ্ছে সপ্তাহান্তে অন্ধ্রপ্রদেশ, অসম-সহ অল্প কিছু রাজ্যেই আজ জ্বালানির দামে বদল রয়েছে। আজ রাতের মধ্যেই নিলে আজ কলকাতা-সহ দেশের ৪ মহানগরে কী দাম পেট্রোল-ডিজেলের ? চলুন জেনে নেওয়া যাক।
advertisement
4/12
কলকাতায় পেট্রোল দাম লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
advertisement
5/12
দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
advertisement
6/12
চেন্নাইয়ে লিটার প্রতি দাম ১০২.৭৪ টাকা দরে বিকোচ্ছে পেট্রোলে এবং ডিজেলের লিটার প্রতি দাম আছে ৯৪. ৩৩ টাকা।
advertisement
7/12
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা।
advertisement
8/12
বেঙ্গালুরুতে পেট্রোল ১০১.৯৪ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৭.৮৯ টাকা। চণ্ডীগড়ে পেট্রোল ৯৬.২০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৪.২৬ টাকা।
advertisement
9/12
প্রসঙ্গত, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হওয়ায় দেশের বাজারে পড়েছে প্রভাব। ভারতের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দামে বদল ধরা পড়েছে। মূলত ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
10/12
সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের উপর চাপ কমেনি।
advertisement
11/12
কীভাবে ঘরে বসে পেট্রোল ও ডিজেলের দাম দেখবেন আপনার মোবাইলে ?উল্লেখ্য, প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়।উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান।
advertisement
12/12
অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price: রাত পোহালেই বাড়বে দাম? আজই নিলে কলকাতায় কত পেট্রোল-ডিজেল? জানুন রেট