Petrol Diesel Price Today: মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, ফের দাম বাড়তে শুরু করল পেট্রোল ও ডিজেলের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Price Today: এক নজরে দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম ৷
advertisement
1/4

পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) একবার ফের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল সাধারণ মানুষের জন্য ৷ সরকারি তেল সংস্থাগুলি (Government oil companies) বুধবার নিয়ে লাগাতার দ্বিতীয় দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করেছে ৷ পেট্রোলের দাম এদিন ১৯ পয়সা প্রতি লিটার এবং ডিজেল ২১ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷ মঙ্গলবারও পেট্রোল ও ডিজেলের দাম ১৫ থেকে ২০ পয়সা বৃদ্ধি করা হয়েছিল ৷ বুধবার দিল্লিতে পেট্রোলের দাম ৯০.৭৪ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৮১ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
2/4
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপরে নির্ভর করে নির্ধারিত করা হয় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷
advertisement
3/4
দিল্লি- পেট্রোলের দাম ৯০.৭৪ টাকা, ডিজেলের দাম ৮১.১২ টাকা মুম্বই- পেট্রোলের দাম ৯৭.১২ টাকা, ডিজেল ৮৮.১৯ টাকা চেন্নাই- পেট্রোল ৯২.৭০ টাকা, ডিজেল ৮৬.০৯ টাকা কলকাতা- পেট্রোল ৯০.৯২ টাকা, ডিজেল ৮৩.৯৮ টাকা নয়ডা- পেট্রোল ৮৯.০৫ টাকা, ডিজেল ৮১.৫৯ টাকা ভোপাল- পেট্রোল ৯৮.৭৫ টাকা, ডিজেল ৮৯.৩৮ টাকা লখনউ- পেট্রোল ৮৮.৯৭ টাকা, ডিজেল ৮১.৫১ টাকা বেঙ্গালুরু- পেট্রোল ৯৩.৭৭টাকা, ডিজেল ৮৬.০১ টাকা চন্ডীগড়- পেট্রোল ৮৭.৩১ টাকা, ডিজেল ৮০.৮১ টাকা পটনা- পেট্রোল ৯৩.০৩ টাকা, ডিজেল ৮৬.৩৩ টাকা
advertisement
4/4
দেশের তিনটি সরকারি তেল সংস্থাগুলি HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নয়া রেট তেল সংস্থার ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন ৷ এসএমএস-এর মাধ্যমেও সহজে জানতে পারবেন প্রতিদিনের তেলের দাম ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price Today: মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, ফের দাম বাড়তে শুরু করল পেট্রোল ও ডিজেলের