Petrol Diesel Prices: এই রাজ্যগুলিতে আরও কমল পেট্রোল-ডিজেলর দাম! আপনার শহরে কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Prices: যে যে শহরে বদলেছে পেট্রোল ও ডিজেলের দাম দেখে নিন এখানে -
advertisement
1/5

আন্তর্জাতিক বাজারে সোনার দামে সামান্য পতম দেখা গিয়েছে ৷ রবিবার সকালে WTI ক্রুডের দাম বেড়ে ৮১.০৪ ডলার প্রতি ব্যারেল হয়েছে ৷ অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ৮৫.৩৪ ডলার প্রতি ব্যারেল হিসেবে ট্রেড করছে ৷
advertisement
2/5
রবিবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে তেল সংস্থাগুলি ৷ জুন ২০১৭-র আগে প্রতি ১৫ দিনে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হত ৷ এখন অবশ্য প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয় ৷
advertisement
3/5
মহারাষ্ট্রে পেট্রোল ৬৬ পয়সা এবং ডিজেল ৬৪ পয়সা সস্তা হয়েছে ৷ পঞ্জাবে পেট্রোল ৩০ পয়সা এবং ডিজেল ৩৪ পয়সা সস্তা হয়েছে ৷ বিহার, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দামে পতন দেখা গিয়েছে ৷
advertisement
4/5
দেখে নিন চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম কত হল- দিল্লি- পেট্রোল ৯৪.৭২ টাকা, ডিজেল ৮৭.৬২ টাকা মুম্বই- পেট্রোল ১০৪.২১ টাকা, ডিজেল ৯২.১৫ টাকা কলকাতা- পেট্রোল ১০৩.৯৪ টাকা, ডিজেল ৯০.৭৬ টাকা চেন্নাই- পেট্রোল ১০০.৭৫ টাকা, ডিজেল ৯৪.৩৪ টাকা
advertisement
5/5
যে যে শহরে বদলেছে পেট্রোল ও ডিজেলের দাম- নয়ডা- পেট্রোল ৯৪.৭১ টাকা, ডিজেল ৮৭.৮১ টাকা গাজিয়াবাদ- পেট্রোল ৯৪.৬৫ টাকা, ডিজেল ৮৭.৭৫ টাকা লখনউ- পেট্রোল ৯৪.৫৬ টাকা, ডিজেল ৮৭.৬৬ টাকা পটনা- পেট্রোল ১০৫.২৪ টাকা, ডিজেল ৯২.১০ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices: এই রাজ্যগুলিতে আরও কমল পেট্রোল-ডিজেলর দাম! আপনার শহরে কত হল