HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার Personal Loan নিলে কত টাকা EMI দিতে হবে? রইল হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
HDFC Bank Personal Loan: এক নজরে দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে এবং সুদের হার কত হতে পারে।
advertisement
1/8

হঠাৎ নগদ টাকার প্রয়োজন পড়লে পার্সোনাল লোনই একমাত্র ভরসা। আর এই টাকা যে কোনও প্রয়োজনে খরচ করাও যায়। সেটা বিয়ে হোক বা বিদেশে বেড়ানো, গ্যাজেট কেনা কিংবা বাড়ি মেরামতি। হোম লোন বা কার লোনের মতো কোনও বাধ্যবাধকতা নেই।
advertisement
2/8
পার্সোনাল লোনে বর্তমান সুদের হার: পার্সোনাল লোনে বর্তমানে সুদের হার ৮.৫৫ শতাংশ থেকে আনুমানিক ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। সুদের হার নির্ধারিত হয় ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর, আয় এবং অন্যান্য দায়ের উপর ভিত্তি করে। পার্সোনাল লোন মানে ‘আনসিকিওর্ড লোন’, তাই সুদের হারও বেশি।
advertisement
3/8
পার্সোনাল লোন পরিশোধের পদ্ধতি: ঋণগ্রহীতা পুরো মেয়াদ জুড়ে নিয়মিতভাবে ঋণ পরিশোধ করতে পারেন। ঋণের বোঝা কমাতে চাইলে প্রিক্লোজ করার সুবিধাও রয়েছে। তবে ঋণ মিটিয়ে দিলেই পার্সোনাল লোন বন্ধ হয় না। এর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেটা মানতে হবে। এর জন্য ঋণদাতা সংস্থার কাছ থেকে সব কিছু জেনে নেওয়া প্রয়োজন।
advertisement
4/8
এক নজরে দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে এবং সুদের হার কত হতে পারে।
advertisement
5/8
HDFC ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৮৫% থেকে ২৪% পর্যন্ত সুদ অফার করছে। এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, যাদের ক্রেডিট স্কোর ভাল, তাদের পার্সোনাল লোনের ক্ষেত্রে কম সুদের হার অফার করা হবে।
advertisement
6/8
HDFC ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি হিসাবে নিচ্ছে ৬৫০০ টাকা। এছাড়াও এর সঙ্গে জিএসটি যোগ করা হবে। এবার দেখে নেওয়া যাক এই সুদের হার অনুযায়ী HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে।
advertisement
7/8
একই সঙ্গে দেখে নেওয়া যাক এই সুদের হার অনুযায়ী HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ বাবদ কত টাকা দিতে হবে। এই সুদের হার অনুযায়ী HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে ১৮,৭৪৮ টাকা EMI হিসাবে দিতে হবে।
advertisement
8/8
এই সুদের হার অনুযায়ী HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ বাবদ মোট ৪,৭৪,৮৩৫ টাকা দিতে হবে। অর্থাৎ HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার পার্সোনাল লোন নিলে মোট ১৫,৭৪,৮৩৫ টাকা পরিশোধ করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ১১ লাখ টাকার Personal Loan নিলে কত টাকা EMI দিতে হবে? রইল হিসেব