TRENDING:

এই ৫ শহরের মানুষ সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন Mutual Fund-এ, তালিকায় কলকাতা আছে?

Last Updated:
কোন শহরের মানুষ মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন? সাম্প্রতিক সমীক্ষায় ধরা পড়েছে সেই ছবি।
advertisement
1/8
এই ৫ শহরের মানুষ সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন Mutual Fund-এ, তালিকায় কলকাতা আছে?
ঝুঁকি আছে ঠিকই। দুহাত ভরিয়ে রিটার্নও দেয়। মিউচুয়াল ফান্ড তাই ‘টক অফ দ্য টাউন’। ঝানু বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। গত কয়েক বছরে তরুণরাও মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন।
advertisement
2/8
বিনিয়োগ করছেন মধ্যবিত্ত বিনিয়োগকারীরাও। মিউচুয়াল ফান্ডগুলোও আড়ে বহরে বাড়ছে। কিন্তু কোন শহরের মানুষ মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন? সাম্প্রতিক সমীক্ষায় ধরা পড়েছে সেই ছবি।
advertisement
3/8
২০২৩-এর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের একাধিক শহরে সমীক্ষা চালানো হয়। সেখানেই দেখা গিয়েছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিক থেকে শীর্ষে মুম্বই। এই শহরের ২৭.২৪ শতাংশ মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।
advertisement
4/8
এখানকার ১২.৬১ শতাংশ মানুষ বিনিয়োগ করেছেন মিউচুয়াল ফান্ডে। তৃতীয় স্থানে রয়েছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বেঙ্গালুরু। এই শহরের ৫.৪৩ শতাংশ মানুষের বিনিয়োগ রয়েছে মিউচুয়াল ফান্ডে।
advertisement
5/8
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিক থেকে মহারাষ্ট্র সবচেয়ে এগিয়ে। প্রথম স্থানে যেমন মুম্বই রয়েছে, তেম্নই চতুর্থ স্থানে রয়েছে এই রাজ্যেরই পুণে। এখানকার ৩.৯৬ শতাংশ মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। পঞ্চম স্থানে রয়েছে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। এই শহরের ৩.৬৭ শতাংশ মানুষের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে।
advertisement
6/8
সিএএমএস-এর সমীক্ষায় দেখা গিয়েছে, মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন দেশের যুবকরা। গত পাঁচ বছরে এই সংখ্যাটা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমনকী বাজারে অনিশ্চয়তার সময়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগই সেরা বলে মনে করছেন তাঁরা।
advertisement
7/8
২০১৯ থেকে ২০২৩-এর মধ্যে প্রায় ৮৪.৮ লক্ষ যুবক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। শুধু পুরুষ নয়, বিপুল সংখ্যক মহিলাও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে মোট মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় ৩০ শতাংশ। এঁদের বয়স ২৭ থেকে ৪২ বছরের মধ্যে।
advertisement
8/8
সমীক্ষায় দেখা গিয়েছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন যুবকরা। গত পাঁচ বছরে ১.৫৪ কোটি নতুন এসআইপি চালু হয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনীতি সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সম্পদ সৃষ্টিতে শেয়ার বাজারের বড় ভূমিকা থাকবে। তাই ক্রমবর্ধমান অর্থনীতিতে বিনিয়োগ করে উপার্জন করতে চাইলে এসআইপি আদর্শ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই ৫ শহরের মানুষ সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন Mutual Fund-এ, তালিকায় কলকাতা আছে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল