TRENDING:

মোবাইল রিচার্জে ১০০০ টাকা অবধি ক্যাশব্যাকের সুযোগ, নতুন ধামাকা স্কিম Paytm-র

Last Updated:
এতে বাকি প্ল্যাটফর্মগুলির মতো শুধু ইউপিআই ( UPI) পেমেন্ট মোডের অপশন থাকে না৷ থাকে একাধিক অপশন ...
advertisement
1/4
মোবাইল রিচার্জে ১০০০ টাকা অবধি ক্যাশব্যাকের সুযোগ, নতুন ধামাকা স্কিম Paytm-র
ডিজিটাল ফাইনিন্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম পেটিএম (Paytm) শুক্রবার ঘোষণা করল এক দারুণ ক্যাশ ব্যাক অফার৷ মোবাইল রিচার্জ ও বিল পেমেন্টের মাধ্যমে এই ক্যাশব্যাক পাওয়া যাবে৷ নতুন ব্যবহারকারীরা পাবেন '3 pe 300 cashback offer' অর্থাৎ ৩ -এ ৩০০ ক্যাশব্যাক পাওয়া যাবে৷ নতুন ব্যবহারকারীরা প্রথম তিনটি রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন আর পুরনো ব্যবহারকারীরা ১০০০ টাকা অবধি ক্যাশব্যাক পাবেন৷ Photo- File Photo-File
advertisement
2/4
এই অফার পাওয়া যাবে প্রি পেইডের সমস্ত রিচার্জে বিল পেমেন্টে অর্থাৎ জিও , ভি, এয়ারটেল, বিএসএনএল এবং এমটিএনএল (Jio, Vi, Airtel, BSNL and MTNL) এদের উপভোক্তারা এই অফার পাবেন৷ রিচার্জ অফার ছাড়াও কোম্পানির রেফারেল প্রোগ্রামে যাঁরা অংশ নেবেন তাঁরাও রিওয়ার্ড পাবেন৷ যখনই কোনও গ্রাহক নিজের পরিবার ও বন্ধুদের পেটিএম ব্যবহার করাবেন তখনই তিনি পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক৷ Photo- File
advertisement
3/4
Paytm ব্যবহারকারীদের সুবিধার জন্য ইদানিং নতুন সব ফিচার্স নিয়ে এসেছে৷ তাদের নতুন পদ্ধতি তিন ক্লিকে ইনস্ট্যান্ট রিচার্জ৷ তার পাশাপাশি রয়েছে ব্যবহারকারীদের সুবিধার জন্য অত্যন্ত সহজভাবে রিচার্জের অপশনের ডিসপ্লে প্ল্যান৷ Photo- File
advertisement
4/4
এতে বাকি প্ল্যাটফর্মগুলির মতো শুধু ইউপিআই ( UPI) পেমেন্ট মোডের অপশন থাকে না৷ থাকে একাধিক অপশন তারমধ্যে রয়েছে Paytm UPI, Paytm Wallet, ক্রেডিট ও ডেবিট কার্ড কিম্বা নেট ব্যাঙ্কিং৷ এছাড়াও থাকছে পোস্ট পেইড ফিচার৷ যাতে এখন রিচার্জ করিয়ে পরে পেমেন্ট করার অপশনও থাকছে৷ পেটিএমের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট নরেন্দ্র যাদব জানিয়েছেন মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট এখন সমস্ত গ্রাহকদেরই একটা নিত্যকার খরচ৷ তাই গ্রাহকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে৷ Photo- File
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মোবাইল রিচার্জে ১০০০ টাকা অবধি ক্যাশব্যাকের সুযোগ, নতুন ধামাকা স্কিম Paytm-র
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল