PAN Card: বিরাট খবর! বন্ধ হয়ে যাচ্ছে আপনার প্যান কার্ড, নতুনটি কোথা থেকে কী ভাবে পাবেন? জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
PAN Card: ১৯৭২ সাল থেকে ব্যবহৃত হয়ে আসা আপনার প্যান কার্ড এখন বড় পরিবর্তনের পথে। মোদি সরকার নতুন সংস্করণ প্যান ২.০-কে অনুমোদন দিয়েছে। এর ফলে প্রায় ৭৮ কোটি ভারতীয় নাগরিককে তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) কার্ড বদলাতে হবে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো করদাতাদের জন্য বিষয়গুলো আরও সহজতর করা।
advertisement
1/8

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন প্যান কার্ড সংস্করণে অতিরিক্ত ফিচার থাকবে, তবে প্যান নম্বর অপরিবর্তিত থাকবে। এই কার্ডে একটি কিউআর কোড থাকবে, যা আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করবে। এর ফলে ট্যাক্স প্রদান, কোম্পানি রেজিস্ট্রেশন বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরও সহজ হবে।
advertisement
2/8
নতুন প্যান কার্ডে কী ফিচার থাকবে? উন্নত প্রযুক্তি: ১) প্যান কার্ডের প্রযুক্তিকে সম্পূর্ণ আপগ্রেড করা হবে যাতে এটি ব্যবহারে আরও সুবিধাজনক হয়। ২) ব্যবসার জন্য বিশেষ সুবিধা: সমস্ত ব্যবসার শনাক্তকরণ এবং রেজিস্ট্রেশন আরও সহজ করার জন্য বিশেষ ফিচার যোগ করা হবে ৩) ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম: প্যান-সংক্রান্ত সমস্ত পরিষেবার জন্য একটি ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করবে। ৪) উন্নত নিরাপত্তা: ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে নতুন প্যান কার্ডে উন্নত নিরাপত্তা ফিচার যোগ করা হবে, যাতে প্রতারণার ঘটনা রোধ করা যায়।
advertisement
3/8
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, নতুন প্যান কার্ড সংস্করণ পাওয়ার জন্য সাধারণ নাগরিকদের কোনও উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। নতুন কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন হবে না।
advertisement
4/8
কোনও ফি দিতে হবে না। যাঁদের প্যান কার্ড ইতিমধ্যেই রয়েছে, তাঁদের ঠিকানায় সরাসরি নতুন প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে।
advertisement
5/8
পুরোনো প্যান কার্ড কি বন্ধ হয়ে যাবে? সরকার নিশ্চিত করেছে যে আপগ্রেড প্রক্রিয়ায় প্যান নম্বর পরিবর্তন হবে না। যতদিন না আপনার হাতে নতুন প্যান কার্ড পৌঁছাচ্ছে, ততদিন আপনি পুরোনো প্যান কার্ড দিয়েই সব কাজ চালাতে পারবেন।
advertisement
6/8
নতুন কার্ডের জন্য কোথাও আবেদন করতে হবে না এবং কোনও খরচও হবে না।
advertisement
7/8
সরকার সরাসরি আপনার ঠিকানায় নতুন প্যান কার্ড পাঠিয়ে দেবে।
advertisement
8/8
এই উদ্যোগে আর্থিক লেনদেন এবং অন্যান্য কাজ আরও সহজ ও সুরক্ষিত হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PAN Card: বিরাট খবর! বন্ধ হয়ে যাচ্ছে আপনার প্যান কার্ড, নতুনটি কোথা থেকে কী ভাবে পাবেন? জানুন...