TRENDING:

Pan Card : আটকে যাবে বেতন, টাকা তোলাও যাবে না, প্যান কার্ডে এই বদল না আনলেই একের পর এক লোকসান

Last Updated:
Pan Card News: ১ অক্টোবর ২০২৪ তারিখের আগে যাঁরা প্যান কার্ড তৈরি করিয়েছেন আধার এনরোলমেন্ট আইডি দিয়ে, তাঁদের এবার প্যান-আধার লিঙ্ক করিয়ে নিতে হবে।
advertisement
1/5
আটকে যাবে বেতন, টাকা তোলাও যাবে না, প্যান কার্ডে এই বদল না আনলেই একের পর এক লোকসান
আধার কার্ড যদি হয় ব্যক্তিগত পরিচয়পত্র, প্যান কার্ড তাহলে আর্থিক পরিচয়পত্র, এ কথা চোখ বুজে বলাই যায়। ফলে, নিজেদের প্যান কার্ড সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করে না রাখলেই সমূহ বিপদ! এবার যেমন সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস সাফ জানিয়ে দিয়েছে, এনরোলমেন্ট আইডি-র সূত্রে যাঁরা প্যান কার্ড পেয়েছেন, তাঁদের একটা বিশেষ আপডেট করাতেই হবে, তাও আবার চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে। কী করতে হবে? না, আধার নম্বর ভেরিফাই করতে হবে। অন্য ভাবে এও বলা যেতে পারে যে ১ অক্টোবর ২০২৪ তারিখের আগে যাঁরা প্যান কার্ড তৈরি করিয়েছেন আধার এনরোলমেন্ট আইডি দিয়ে, তাঁদের এবার প্যান-আধার লিঙ্ক করিয়ে নিতে হবে।
advertisement
2/5
না হলে যে অনেক দিক থেকেই বিপদ আসবে, তা বলাই বাহুল্য! সবার প্রথমে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড! ফলে, আর্থিক সমস্ত বিষয়েই একে একে অসুবিধা দেখা দিতে শুরু করবে। সবার প্রথমে আটকে যাবে বেতন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা জমা হয়তো ঠিকই পড়বে, কিন্তু তা তোলার পথ আর খোলা থাকবে না! এর পরেই আসে আয়ের সূত্রে আয়করের কথা। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আয়কর রিটার্ন দাখিল করাও আর সম্ভব হবে না। ফলে, পড়তে হবে আয়কর দফতরের নোটিশ এবং জরিমানার মুখে।
advertisement
3/5
ব্যাঙ্কের লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এ সবে অসুবিধা হওয়ার সঙ্গে সঙ্গেই বিনিয়োগের দিকটাও প্রভাবিত হবে বইকি! রিয়েল এস্টেট থেকে শুরু করে যে কোনও ধরনের বিনিয়োগের কাজ সম্পন্ন করা যাবে না- সব জায়গাতেই যে প্যান কার্ড দরকার হবে!অতএব, দেখে নেওয়া যাক কীভাবে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা যায়, তাও আবার ঘরে বসেই!
advertisement
4/5
প্যান-আধার লিঙ্ক করার উপায়:incometaxindiaefiling.gov.in/ -এ যেতে হবে।‘ক্যুইক লিঙ্ক’ সেকশনের ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে।প্যান এবং আধার নম্বর প্রদান করতে হবে।আধার তথ্যের পাশাপাশি প্যানের তথ্য ভেরিফাই করতে হবে।ম্যাচ করলেই আধার নম্বর দিয়ে ‘লিঙ্ক নাও’ অপশনে ক্লিক করতে হবে।আধার-প্যানের সফল লিঙ্কিং কনফার্মেশনের পপ-আপ মেসেজ আসবে।এছাড়াও UTIITSL অথবা e-gov NSDL ওয়েবসাইটে গিয়েও প্যান-আধার লিঙ্ক করানো যাবে।এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়! আপডেট যখন করা হচ্ছেই, তখন শুধু আধার নম্বর কেন, বাকি তথ্যে ভুল থাকলে তাও শুধরে নেওয়া উচিত হবে। দেখে নেওয়া যাক সেই পদ্ধতিও!
advertisement
5/5
প্যান কার্ডের তথ্য আপডেট করার পদ্ধতি:এনএসডিএল প্যান ওয়েবসাইটে onlineservices.nsdl.com অথবা ইউটিআইআইটিএসএল ওয়েবসাইটে pan.utiitsl.com/ যেতে হবে।‘চেঞ্জ/কারেকশন ইন প্যান কার্ড ডিটেলস’ অপশন বেছে নিতে হবে।প্যান কার্ড নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে। আর ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং স্ক্যান করা কপি আপলোড করতে হবে।অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan Card : আটকে যাবে বেতন, টাকা তোলাও যাবে না, প্যান কার্ডে এই বদল না আনলেই একের পর এক লোকসান
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল