আধারের সঙ্গে লিঙ্ক করানো হয়নি বলে PAN নিষ্ক্রিয়? দেখে নিন কীভাবে সক্রিয় করবেন কার্ডটাকে!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত অন্তত প্যান আর আধার লিঙ্ক করানোর সময়সীমা বাড়ানো হয়নি। তাহলে যাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল, তাঁদের কী হবে?
advertisement
1/9

সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর বেঁধে দেওয়া সময়সীমা শেষ। ৩০ জুন, ২০২৩ তারিখ পেরিয়ে গিয়েছে। সেই হিসেব মতো যাঁরা এই তারিখের মধ্যে নিজেদের প্যান আর আধার কার্ড লিঙ্ক করাননি, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে।
advertisement
2/9
এদিকে, বিশেষজ্ঞরা যা-ই আশা করুন না কেন, কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত অন্তত প্যান আর আধার লিঙ্ক করানোর সময়সীমা বাড়ানো হয়নি। তাহলে যাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল, তাঁদের কী হবে?
advertisement
3/9
আয়কর নীতির ১১৪এএএ-র অধীনে বলা হচ্ছে যে, এক জন ব্যক্তির প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে তাঁরা প্যান সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় পড়বেন। এর অনেকগুলি প্রভাব পড়বে:-
advertisement
4/9
- নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে রিটার্ন ফাইল করা যাবে না। - পেন্ডিং রিটার্নও মিলবে না। - নিষ্ক্রিয় প্যানের জন্য পেন্ডিং রিফান্ডও জারি করা হবে না। - প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে ত্রুটিপূর্ণ রিটার্নের ক্ষেত্রে মুলতুবি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। - প্যান নিষ্ক্রিয় হলে উচ্চ হারে কর ডিডাক্ট হবে।
advertisement
5/9
তবে ভরসার কথা এই যে জরিমানা দিয়ে ফের নিষ্ক্রিয় প্যান সক্রিয় করে তোলার রাস্তা খোলা রেখেছে কেন্দ্র। চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত সিবিডিটি সার্কুলারে জানানো হয়েছে যে, ১০০০ টাকা ফি প্রদানের পরে নির্দিষ্ট কর্তৃপক্ষকে আধার তথ্য প্রদানের পরে প্যান কার্ডটি ৩০ দিনের মধ্যে সক্রিয় হয়ে যাবে।
advertisement
6/9
উদাহরণ দিয়ে বলা যাক। ধরা যাক, কোনও এক জন গ্রাহক ১০ জুলাই প্যান-আধার সংযুক্তির আবেদন করলেন। এতে তাঁর প্যান কার্ডটি ৯ অগাস্ট কিংবা তার আগে সক্রিয় হয়ে যাবে। যদিও এটি সক্রিয় না থাকা পর্যন্ত উপরে উল্লিখিত সমস্ত নিয়মই প্রযোজ্য হবে, ভোগান্তির শেষ থাকবে না।
advertisement
7/9
তা, নিষ্ক্রিয় প্যান সক্রিয় করে তুলতে হলে ঠিক কী করতে হবে?
advertisement
8/9
- এর জন্য সবার প্রথমে যেতে হবে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, সংক্ষেপে এনএসডিএল-এর পোর্টালে। - লগ ইন করতে হবে।
advertisement
9/9
- চালান নম্বর ITNS 280-এর অধীনে Major head 0021 (কোম্পানি ব্যতীত আয়কর) এবং Minor head 500 (অন্যান্য রসিদ) সিলেক্ট করে জরিমানার টাকা দিতে হবে। - নির্ধারিত সময়ের মধ্যে প্যান কার্ড ফের সক্রিয় হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধারের সঙ্গে লিঙ্ক করানো হয়নি বলে PAN নিষ্ক্রিয়? দেখে নিন কীভাবে সক্রিয় করবেন কার্ডটাকে!