advertisement
1/5

যদি এখনও পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক করার কাজ সম্পন্ন করা হয়নি তো এখনই আর দেরি নয় এখনই করে নিন ৷ আয়কর আইনের ১৩৯ এএ ধারার অন্তর্গত আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ প্যান কার্ডের সঙ্গে আদার সংযুক্তিকরণের শেষ দিন ৩১ মার্চ ২০১৯ ৷ বর্তমানে মাত্র ৫০ শতাংশ মানুষ প্যান ও আধার কার্ড সংযুক্ত করেছেন ৷ প্যান কার্ড বোর্ডের চেয়ারম্যান সুশীল চন্দ্রা জানিয়েছেন আয়কর বিভাগ এখনও পর্যন্ত ৪২ কোটি স্থায়ী ইস্যু করেছে যার মধ্যে ২৩ কোটি কার্ড ধারক আধারের সঙ্গে সংযুক্ত করেছেন ৷ তবে প্যান ও আধার কার্ড লিঙ্ক অত্যনত সহজেই করা সম্ভব হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/5
প্যান কার্ড বাতিল হয়ে যাবে ? এর আগে প্যান আধার সংযুক্তিকরণের সময় সীমা ৩০ জুন ২০১৮ ছিল সেটি বার্ধিত করে ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত করা হয়েছে ৷ নির্ধারিত সময়সীমার মধ্যে প্যান-আধার লিঙ্ক করতে হবে ৷ না হলে ১৩৯ এএ ধারায় আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/5
বিশেষজ্ঞরা জানিয়েছেন প্যান আধার লিঙ্ক না করলে অনলাইন ITR ফাইল করা যাবেনা ৷ টাকা পয়সাও ফেরৎ পাওয়া যাবেনা ৷ প্যান কার্ড চিরতরে বাতিল হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/5
অনলাইন প্যান ও আধার কার্ড লিঙ্কের জন্য e-filing ওয়েবসাইটে (www.incometaxindiaefiling.gov.in) যেতে হবে সেখানে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে ৷ যদি অ্যাকাউন্ট না থাকে তবে রেজিস্ট্রেশন করতে হবে ৷ লগ ইন করতে একটি পেজ খুলবে ৷ তারপরে নীল স্টরিপের প্রোফাইল বাছতে হবে ৷ সেখানেই আধআর কার্ড লিহ্কের অপশন পাওয়া যাবে ৷ সেটিকে সিলেক্ট করে আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে আধার লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/5
অনলাইন ছাড়াও মোবাইলের মাধ্যমেও প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা যেতে পারে ৷ আয়কর বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে 567678 অথবা 56161 নম্বরে এসএমএস করে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷