Pan Aadhaar Linking: বড় খবর! বাড়ানো হল প্যান-আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা, জানুন বিশদে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Pan Aadhaar Linking: আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই সময়সীমা ছিল। কিন্তু এখন এই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়েছে।
advertisement
1/9

বাড়ানো হল প্যান, আধার কার্ডে সংযুক্তিকরণের সময়সীমা। আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই সময়সীমা ছিল। কিন্তু এখন এই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়েছে।
advertisement
2/9
সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০শে জুন পর্যন্ত প্যান আধারের সময়সীমা বাড়ানো হয়েছে।
advertisement
3/9
প্রসঙ্গত, ১লা এপ্রিল ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত প্যান-আধার সংযুক্ত করানোর জন্য ৫০০ টাকা ফি দিতে হয়েছিল। তারপর সময়সীমা আরও বাড়িয়ে ৩১ মার্চ ২০২৩ করা হয়।
advertisement
4/9
১ জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত যাঁরা এই সংযুক্তি করাচ্ছেন তাঁদের ১০০০ টাকা ফি দিতে হচ্ছে। এখন এই মেয়াদ বাড়ানো হয়েছে।
advertisement
5/9
প্যান আধার লিঙ্ক রয়েছে কিনা, তা জানতে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।
advertisement
6/9
সেখানে পেজের বামদিকে থাকবে Quick Links, সেখান থেকে যেতে হবে Link Aadhaar Status-এ
advertisement
7/9
সেখানে আপনার বৈধ প্যান এবং আধার নম্বর দিয়ে ক্লিক করতে হবে View Link Aadhaar Status-এ
advertisement
8/9
তারপরেই আপনি জানতে পারবেন, আপনার প্যান এবং আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা।
advertisement
9/9
এখন প্যান আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা ৩০ শে জুন করা হয়েছে। তার পরে এই লিঙ্ক বাড়ানো হবে কিনা তা স্পষ্ট নয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan Aadhaar Linking: বড় খবর! বাড়ানো হল প্যান-আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা, জানুন বিশদে